সাবিনা ইয়াসমিন

সাবিনা ইয়াসমিন ছয় দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরন করছেন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র রুনা লায়লা ছাড়া তার সমকক্ষ হয়ে আর কেউ বোধ হয় এত লম্বা সময় ধরে আধিপত্য বজায় রেখে চলতে পারেননি। এই দীর্ঘ সময়ে তিনি চলচ্চিত্রে প্রায় ১২ হাজারের মত গান করছেন। সেরা গায়িকা হিসেবে ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এবং পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক।

মরমী শিল্পী আবদুল আলীম থেকে শুরু করে এন্ড্রু কিশোর, খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, খালিদ হাসান মিলু, আগুন, মনির খান, এমনকি হালের উঠতি গায়কের সাথেও অবিরাম গেয়েছেন তিনি।

সাবিনা ইয়াসমিনের জন্ম ৪ সেপ্টেম্বর। পৈতৃক বাড়ি সাতক্ষীরা জেলায়। তাঁর পাঁচ বোনের মাঝে চার বোনই গান করেছেন। বাকি তিনজন হলেন ফরিদা ইয়াসমিন, ফৌজিয়া ইয়াসমিন, ও নিলুফার ইয়াসমিন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামসাবিনা ইয়াসমিন
জন্মস্থানসাতক্ষীরা
ভাই-বোন নিলুফার ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কারবছরফলাফলবিভাগ/গ্রহীতাচলচ্চিত্র
জয়ীশ্রেষ্ঠ গায়িকা মাল্‌কা বানু
জয়ীশ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী দুই দুয়ারী