কবির বকুল

কবির বকুল একজন গীতিকার, লেখক এবং সাংবাদিক। ১৯৮৮ সালে গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ‘অগ্নিসন্তান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে গান লেখা শুরু করেন। চলচ্চিত্রের প্রথম গানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হন। কবির বকুল ২০০৮, ২০০৯, ২০১০, ২০১৩ ও ২০১৮ সালে পাঁচবার শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

কবির বকুল পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে, এম এ ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৯৩ সালে তিনি ভোরের কাগজে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে প্রথম আলো-তে শুরু থেকে যোগদান করেন। বর্তমানে কবির বকুল মাছরাঙা টেলিভিশনে হেড অব ইভেন্ট অ্যান্ড প্ল্যানিং হিসেবে কর্মরত আছেন। ২০১২ সালে কবির বকুল রচিত দুটি নাটক টেলিভিশনে প্রচারিত হয়।

ব্যক্তিগত জীবনে কবির বকুল তিন সন্তানের জনক। তার দুটি কন্যার নাম যথাক্রমে প্রেরণা এবং প্রতীক্ষা এবং একমাত্র পুত্রের নাম প্রচ্ছদ।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম কবির বকুল
জন্ম তারিখ নভেম্বর ২১, ১৯৬৬
জন্মস্থান চাঁদপুর শহর
স্বামী/স্ত্রী দিনাত জাহান মুন্নী

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
মনোনীত শ্রেষ্ঠ গীতিকার হৃদিতা
জয়ী শ্রেষ্ঠ গীতিকার হৃদিতা