১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারি তিনি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। ১৯৬৫ সাল থেকে যুক্ত হন চলচ্চিত্রে। লিখতে শুরু করেন কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। বেশ উল্লেখযোগ্য সংখ্যক ছবির পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার কিছু টিভি নাটকও পরিচালনা করেন। তিনি ২০০২ সালে একুশে পদক লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ও লাভ করেন তিনি। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কারসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।
ব্যক্তিগত তথ্যাবলি
কর্মপরিধি
- ক্ষুধা (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- আম্মা (চিত্রনাট্য, কাহিনী)
- উল্কা (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- রাগী (চিত্রনাট্য, কাহিনী)
- জীবনের গল্প (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- এই যে দুনিয়া (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- পাষানের প্রেম ()
- অনুরোধ (চিত্রনাট্য, কাহিনী)
- জীবন সাথী (সংলাপ)
- সমাধি (চিত্রনাট্য)
- অন্তরালে (সংলাপ, কাহিনী)
- পরিচয় (সংলাপ)
- স্বীকৃতি (কাহিনী)
- মানুষের মন (সংলাপ, কাহিনী)
- সমাধি (কাহিনী)
- বধূবরণ (কাহিনী)
- হৃদয় ভাঙ্গা ঢেউ (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- স্নেহ (চিত্রনাট্য, সংলাপ, কাহিনী)
- জ্বীন (২০২৩)
- পদ্মার প্রেম (২০১৯)
- ডনগিরি (২০১৯)
- পোড়ামন ২ (২০১৮)
- একটি সিনেমার গল্প (২০১৮)
- মেয়েটি এখন কোথায় যাবে (২০১৭)
- মিয়া বিবি রাজি (২০১৬)
- মাটির পরী (২০১৬)
- এপার ওপার (২০১৫)
- বিগ ব্রাদার (২০১৫)
- পুত্র এখন পয়সাওয়ালা (২০১৫)
- নিঃস্বার্থ ভালোবাসা (২০১৩)
- জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার (২০১৩)
- সাথী হারা নাগিন (২০১১)
- হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১)
- আমার মা আমার অহংকার (২০১০)
- তুমি আমার মনের মানুষ (২০১০)
- সেই তুফান (২০১০)
- জীবন মরণের সাথী (২০১০)
- হায় প্রেম হায় ভালোবাসা (২০১০)
- প্রেমিক পুরুষ (২০১০)
- তুমি আমার স্বামী (২০০৯)
- সবাইতো ভালোবাসা চায় (২০০৯)
- কাজের মানুষ (২০০৯)
- প্রেম কয়েদী (২০০৯)
- পৃথিবী টাকার গোলাম (২০০৯)
- জন্ম তোমার জন্য (২০০৯)
- রাস্তার ছেলে (২০০৯)
- পাষানের প্রেম (২০০৮)
- ঘরের লক্ষ্মী (২০০৮)
- সন্তান আমার অহংকার (২০০৮)
- আমার জান আমার প্রাণ (২০০৮)
- তুমি আমার প্রেম (২০০৮)
- সমাধি (২০০৮)
- এ চোখে শুধু তুমি (২০০৮)
- বধূবরণ (২০০৮)
- আমাদের ছোট সাহেব (২০০৮)
- যদি বউ সাজো গো (২০০৮)
- এই যে দুনিয়া (২০০৭)
- গ্রাম গঞ্জের পিরিতি (২০০৭)
- তুমি কত সুন্দর (২০০৭)
- শত্রু শত্রু খেলা (২০০৭)
- রসের বাইদানী (২০০৬)
- রাক্ষুসী (২০০৬)
- আয়না (২০০৬)
- জীবনের গল্প (২০০৬)
- রণাঙ্গন (২০০৬)
- ধ্রুবতারা (২০০৬)
- মায়ের মর্যাদা (২০০৬)
- এ দেশ কার! (২০০৬)
- হৃদয়ের কথা (২০০৬)
- বকুল ফুলের মালা (২০০৬)
- বিদ্রোহী পদ্মা (২০০৬)
- প্রতিবাদী মাষ্টার (২০০৫)
- মুখোশ (২০০৫)
- ঘর জামাই (২০০৫)
- চার সতীনের ঘর (২০০৫)
- হাজার বছর ধরে (২০০৫)
- ফুলের মত বউ (২০০৪)
- তোমার জন্য পাগল (২০০৪)
- টর্নেডো কামাল (২০০৪)
- যৌথ বাহিনী (২০০৪)
- পাল্টা আক্রমণ (২০০৪)
- মান্না ভাই (২০০৪)
- বউ শাশুড়ীর যুদ্ধ (২০০৩)
- অমানুষের ভালবাসা (২০০৩)
- ভয়ংকর পরিণাম (২০০২)
- শ্বশুরবাড়ী জিন্দাবাদ (২০০১)
- বাঘের থাবা (১৯৯৯)
- রাগী (১৯৯৯)
- ডান্ডা মেরে ঠান্ডা (১৯৯৯)
- ভন্ড প্রেমিক (১৯৯৯)
- অবুঝ মনের ভালবাসা (১৯৯৯)
- রাজার ভাই বাদশা (১৯৯৯)
- লাল বাদশা (১৯৯৯)
- রাজা (১৯৯৯)
- রঙ্গীন নয়নমনি (১৯৯৮)
- অগ্নিসাক্ষী (১৯৯৮)
- মেয়েরাও মানুষ (১৯৯৮)
- উল্কা (১৯৯৮)
- রাখাল রাজা (১৯৯৭)
- পৃথিবী আমারে চায় না (১৯৯৭)
- অচেনা মানুষ (১৯৯৭)
- আম্মা (১৯৯৭)
- দরদী সন্তান (১৯৯৭)
- স্নেহের বাঁধন (১৯৯৭)
- শত জনমের প্রেম (১৯৯৭)
- স্বামী কেন আসামী (১৯৯৭)
- জজ সাহেব (১৯৯৭)
- গোলাগুলী (১৯৯৭)
- গরীবের রানী (১৯৯৬)
- বাঘিনী কন্যা (১৯৯৬)
- দূর্জয় (১৯৯৬)
- অজান্তে (১৯৯৬)
- স্বপ্নের পৃথিবী (১৯৯৬)
- লজ্জা (১৯৯৫)
- অগ্নি সন্তান (১৯৯৫)
- দোস্ত আমার দুশমন (১৯৯৫)
- দয়াবান (১৯৯৫)
- অগ্নি স্বাক্ষর (১৯৯৫)
- ক্ষুধা (১৯৯৫)
- আত্মরক্ষা (১৯৯৫)
- বাবার আদেশ (১৯৯৫)
- আঞ্জুমান (১৯৯৫)
- আশা ভালবাসা (১৯৯৫)
- দেনমোহর (১৯৯৫)
- স্নেহ (১৯৯৪)
- তুমি আমার (১৯৯৪)
- রাঙা ভাবী (১৯৮৯)
- সারেন্ডার (১৯৮৭)
- অভিযান (১৯৮৪)
- নতুন বউ (১৯৮৩)
- মহানগর (১৯৮১)
- মাটির ঘর (১৯৭৯)
- অশিক্ষিত (১৯৭৮)
- অলংকার (১৯৭৮)
- গোলাপী এখন ট্রেনে (১৯৭৮)
- দাতা হাতেম তাই (১৯৭৭)
- কুয়াশা (১৯৭৭)
- মতিমহল (১৯৭৭)
- অনন্ত প্রেম (১৯৭৭)
- সূর্যগ্রহণ (১৯৭৬)
- অনুরোধ (১৯৭৬)
- জীবন সাথী (১৯৭৬)
- দি রেইন (১৯৭৬)
- দস্যু বনহুর (১৯৭৬)
- গরমিল (১৯৭৬)
- শাপমুক্তি (১৯৭৬)
- নয়ন মনি (১৯৭৬)
- কাজল রেখা (১৯৭৬)
- বন্দিনী (১৯৭৬)
- রং বেরং (১৯৭৬)
- চলো ঘর বাঁধি (১৯৭৬)
- সমাধি (১৯৭৬)
- জয় পরাজয় (১৯৭৬)
- উপহার (১৯৭৫)
- হাসি কান্না (১৯৭৫)
- লাঠিয়াল (১৯৭৫)
- দুশমন (১৯৭৫)
- আলো তুমি আলেয়া (১৯৭৫)
- সাধু শয়তান (১৯৭৫)
- অপরাধ (১৯৭৫)
- চাষীর মেয়ে (১৯৭৫)
- অনেক দিন আগে (১৯৭৪)
- অন্তরালে (১৯৭৪)
- দুই পর্ব (১৯৭৪)
- ডাকু মনসুর (১৯৭৪)
- পরিচয় (১৯৭৪)
- আঁধারে আলো (১৯৭৪)
- অনির্বাণ (১৯৭৩)
- কে তুমি (১৯৭৩)
- স্বপ্ন দিয়ে ঘেরা (১৯৭৩)
- অতিথি (১৯৭৩)
- রংবাজ (১৯৭৩)
- স্বীকৃতি (১৯৭২)
- জীবন সংগীত (১৯৭২)
- ওরা ১১ জন (১৯৭২)
- নিজেরে হারায়ে খুঁজি (১৯৭২)
- এরাও মানুষ (১৯৭২)
- প্রতিশোধ (১৯৭২)
- বাহরাম বাদশাহ (১৯৭২)
- সমাধান (১৯৭২)
- জয় বাংলা (১৯৭২)
- মানুষের মন (১৯৭২)
- অবুঝ মন (১৯৭২)
- স্মৃতিটুকু থাক (১৯৭১)
- বড় বউ (১৯৭০)
- সাধারণ মেয়ে (১৯৭০)
- ঢেউয়ের পর ঢেউ (১৯৭০)
- বিজলী (১৯৭০)
- রং বদলায় (১৯৭০)
- বিনিময় (১৯৭০)
- কত যে মিনতি (১৯৭০)
- স্বরলিপি (১৯৭০)
- দর্পচূর্ণ (১৯৭০)
- পীচ ঢালা পথ (১৯৭০)
- আঁকাবাঁকা (১৯৭০)
- ক খ গ ঘ ঙ (১৯৭০)
- যে আগুনে পুড়ি (১৯৭০)
- মুক্তি (১৯৬৯)
- আলিঙ্গন (১৯৬৯)
- ময়নামতি (১৯৬৯)
- পালা বদল (১৯৬৯)
- নীল আকাশের নীচে (১৯৬৯)
- বাঁশরী (১৯৬৮)
- আবির্ভাব (১৯৬৮)
- দুই ভাই (১৯৬৮)
- আয়না ও অবশিষ্ট (১৯৬৭)
- বাহাদুরী (নির্মানাধীন)
পুরষ্কার
পুরষ্কার | বছর | ফলাফল | বিভাগ/গ্রহীতা | চলচ্চিত্র |
---|---|---|---|---|
সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার | ২০০৩ | জয়ী | আজীবন সম্মাননা |