কনকচাঁপা

রুমানা মোর্শেদ কনকচাঁপা বাংলাদেশের একজন প্রথিতযশা কণ্ঠশিল্পী। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতিসহ প্রায় সবধরনের গানে তিনি সমান পারদর্শী। চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তিনি নিয়মিত কাজ করেছেন প্রায় তিন দশক। এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন।
প্রকাশিত হয়েছে তার ৩০টি একক গানের অ্যালবাম।

১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে এন্ড্রু কিশোরের সাথে তার রোমান্টিক গানের জুটি গড়ে ওঠে। কনকচাঁপার সাথে তার গাওয়া উল্লেখযোগ্য দ্বৈত গানসমূহ হল ‘তোমাকে চাই’ ছবির শিরোনাম গান ও ‘ভালো আছি ভালো থেকো’, ‘নয়নের কাছে থেকো’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘একদিন তোমাকে না দেখলে’, ”একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাক’, ‘তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ’, ‘একটু চাওয়া একটু পাওয়া’, ‘সবারই মনে আছে একটি আশা’, ‘জীবন ফুরিয়ে যাবে’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘এত প্রেম ছিল তোমারই বুকে’, ‘ছোট্ট একটা জীবন নিয়ে’, ‘সাগরের মতই গভীর’, ‘আমার হৃদয় একটা আয়না’, ‘জীবনে এসেছো তুমি ধীরে ধীরে’, ‘তোমার আমার এইনা ভালবাসা’, ‘এমন একটা দিন নাই’, ‘কি যাদু করেছ বলোনা’, ‘এক বিন্দু ভালোবাসা দাও’ প্রভৃতি।

তার অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে – খালিদ হাসান মিলুর সাথে ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘সাথী তুমি আমার জীবনে’, ‘আসসালামু আলাইকুম বিয়াইন সাব’, ‘কোন কাননের ফুল গো তুমি’; মনির খানের সাথে ‘ঈশ্বর আল্লাহ বিধাতা জানে’, ‘এ বুকে বইছে যমুনা’, ‘তোমার প্রেমে পড়েছি আমি’, ‘ও ‘প্রিয় ভুল বুঝে যাবে কোথায়’, ‘ভালোবাসা ছাড়া জানি বাঁচে না হৃদয়’, ‘মাথায় পাগড়ী পড়ে’ ও ‘বেঁচে আছি যত দিন’; আসিফের সাথে ‘জীবনের চেয়ে বড় প্রেম’; কুমার বিশ্বজিতের সাথে ‘ভালোবাসা ছাড়াতো হয়না জীবন’; বিপ্লবের সাথে ‘লক্ষ তারার মাঝে তুমি চাঁদ’ ইত্যাদি। চলচ্চিত্রের গান নিয়ে তার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘আবার এসেছি ফিরে’।

গানের পাশাপাশি লেখক হিসেবেও কনকচাঁপার সুখ্যাতি রয়েছে। অমর একুশে বইমেলায় ‘স্থবির যাযাবর’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি জাতীয় দৈনিকে নিয়মিত কলামও লেখেন তিনি।

কনকচাঁপা ১৯৬৯ সালের ১১ সেপ্টেম্বর জন্মগ্রহন করেন। বাবা আজিজুল হক মোর্শেদ। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার স্বামী মইনুল ইসলাম খান।
কনকচাঁপা বাংলাদেশের একজন বিখ্যাত সঙ্গীতশিল্পী বশীর আহমেদের ছাত্রী। দীর্ঘদিন তাঁর কাছে উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীতসহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম রোমানা মোর্শেদ কনকচাঁপা
জন্ম তারিখ সেপ্টেম্বর ১১, ১৯৬৯
জন্মস্থান ঢাকা।

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ গায়িকা আনন্দ অশ্রু
জয়ী শ্রেষ্ঠ গায়িকা