কনকচাঁপা

রুমানা মোর্শেদ কনকচাঁপা বাংলাদেশের একজন প্রথিতযশা কণ্ঠশিল্পী। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতিসহ প্রায় সবধরনের গানে তিনি সমান পারদর্শী। চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তিনি নিয়মিত কাজ করেছেন প্রায় তিন দশক। এ পর্যন্ত তিনি চলচ্চিত্রের তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন।
প্রকাশিত হয়েছে তার ৩০টি একক গানের অ্যালবাম। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে – এন্ড্রু কিশোরের সাথে ‘ভাল আছি ভাল থেকো’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘একদিন তোমাকে না দেখলে’, ‘কিছু কিছু মানুষের জীবনে’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘সাগরের মতই গভীর’, ‘কি জাদু করেছো বলোনা’; খালিদ হাসান মিলুর সাথে ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘সাথী তুমি আমার জীবনে’, ‘আসসালামু আলাইকুম বিয়াইন সাব’, ‘কোন কাননের ফুল গো তুমি’; মনির খানের সাথে ‘ঈশ্বর আল্লাহ বিধাতা জানে’, ‘এ বুকে বইছে যমুনা’, ‘তোমার প্রেমে পড়েছি আমি’ ‘ও প্রিয় ভুল বুঝে যাবে কোথায়’ ইত্যাদি। চলচ্চিত্রের গান নিয়ে তাঁর সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘আবার এসেছি ফিরে’।

গানের পাশাপাশি লেখক হিসেবেও কনকচাঁপার সুখ্যাতি রয়েছে। অমর একুশে বইমেলায় ‘স্থবির যাযাবর’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি জাতীয় দৈনিকে নিয়মিত কলামও লেখেন তিনি।

কনকচাঁপা ১৯৬৯ সালের ১১ সেপ্টেম্বর জন্মগ্রহন করেন। বাবা আজিজুল হক মোর্শেদ। পাঁচ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তার স্বামী মইনুল ইসলাম খান।
কনকচাঁপা বাংলাদেশের একজন বিখ্যাত সঙ্গীতশিল্পী বশীর আহমেদের ছাত্রী। দীর্ঘদিন তাঁর কাছে উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীতসহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম রোমানা মোর্শেদ কনকচাঁপা
জন্ম তারিখ সেপ্টেম্বর ১১, ১৯৬৯
জন্মস্থান ঢাকা।

কর্মপরিধি