১৯৯০ ও শূন্য দশকের জনপ্রিয় পপ শিল্পী মনির খান। ‘তোমার কোনো দোষ নেই’, ‘আট আনার জীবন’, ‘ভাড়া করে আনবি মানুষ’, ‘বিধি আমার এ চোখ অন্ধ করে দাও’র মতো জনপ্রিয় সব গান গেয়েছেন তিনি। ১৯৯৬ সালে ‘তোমার কোনো দোষ নেই’ নামে একক অ্যালবাম নিয়ে তিনি সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন। প্রথম অ্যালবামই ছড়িয়ে শহর থেকে গ্রামে। দীর্ঘ সংগীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। এছাড়া তার কণ্ঠে বেশ কিছু চলচ্চিত্রের গান পেয়েছে তুমুল জনপ্রিয়তা।
চলচ্চিত্রে তার গাওয়া জনপ্রিয় গানসমূহ হল ‘লাল দরিয়া’ ছবির “সে আমার ভালোবাসার আয়না”, ‘মোল্লা বাড়ীর বউ’ ছবির “খড় কুটার এক বাসা বাধলাম”, কনকচাঁপার সাথে ‘ভালোবাসা কারে কয়’ ছবির “আর যেন ভুল না হয়”, ‘বলো না ভালবাসি’ ছবির “তোমার প্রেমে পড়েছি আমি”, ‘লাল দরিয়া’ ছবির “দুই নয়নে দেখে তোমায়” ও “আমায় তুমি মনে রাখো”, ‘জামাই শ্বশুর’ ছবির “ও প্রিয় ও প্রিয় ভুল বুঝে যাবে কোথায়”, ‘প্রেম সংঘাত’ ছবিতে “মাথায় পাগড়ী পড়ে” ও “বেঁচে আছি যত দিন”, ‘ভালবাসা ভালবাসা’ ছবির “প্রেমও রঙে রাঙিয়েছি মন”; বেবী নাজনীনের সাথে “মানুষ বাঁচার জন্য মরণকালে বন্ধু যেমন করে”; ইভা রহমানের সাথে “তোমাকে ছেড়ে বল কি নিয়ে থাকব” প্রভৃতি।