১৯৬৮ সাল থেকে বাংলা চলচ্চিত্রে শিল্প নির্দেশনায় কাজ করে চলছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শিল্প নির্দেশক কলমতর (Kalamtor)। শুরুতে স্কেচম্যান হিসেবে কাজ শুরু করলেও পরবর্তীতে নিজেই শিল্প নির্দেশক হিসেবে কাজ শুরু করেন তিনি। শিল্প নির্দেশনা দিয়ে যাচ্ছেন আজও।
সিটি কর্পোরেশনে চাকরী করার সুযোগ পেয়েছিলেন পাকিস্তান শাসনামলে। কিন্তু করেন নি। আপন মামার সাথে এফডিসিতে কাজ করা শুরু করেন। প্রথমে কিছুদিন মামার সাথে ইনডোরে, তারপর তিনচারবছর আউটডোরে কাজ করার পর শিল্প নির্দেশক আবদুস সবুরের সহকারী হিসেবে ১৯৬৮ সাল থেকে স্কেচম্যান হিসেবে কাজ করা শুরু করেন কলমতর। ১৯৭৭ সাল থেকে নিজেই চলচ্চিত্রের শিল্প নির্দেশনায় কাজ শুরু করেন। প্রথম যে ছবিতে শিল্প নির্দেশনা করেন তার নাম ‘উৎসর্গ’। নির্দেশিত ছবির সংখ্যা এক হাজার পার করেছেন বেশ কিছুদিন আগেই।
সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, দেনমোহর, চন্দ্রলেখা, আপন দুলাল, শাহজাদী গুলবাহার, চন্দ্রবান, রাজা সূর্য খাঁ, গঙ্গা যাত্রা, হাজার বছর ধরে, মেঘের কোলে রোদ, দুই বধু এক স্বামী, এছাড়া অনন্ত জলিল এর দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম-১, মোস্ট ওয়েলকাম-২, নিঃস্বার্থ ভালোবাসা, প্রসেনজিতের পরিচালনায় আমি সেই মেয়ে, শেষ বংশধর, হঠাৎ বৃষ্টি, চাষী নজরুলের দেবদাস, কাজী হায়াতের কাবুলীওয়ালা ইত্যাদি তার সেট ডিজাইনের কিছু চলচ্চিত্র।
কাজের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। গঙ্গা যাত্রা, রাজা সূর্য খাঁ, হাজার বছর ধরে, মেঘের কোলে রোদ, দুই বধু এক স্বামী ছবিগুলোর জন্য তিনি এ সকল পুরস্কার অর্জন করেন।
কলমতর ছয় ভাই বোনের মত চতুর্থ। তিনি পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত।