তৌহিদ হোসেন চৌধুরী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চলচ্চিত্র সম্পাদক। তিনি ২০১৪ সালের ‘দেশা: দ্য লিডার’ ছবির সম্পাদনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া তিনি ‘পাসওয়ার্ড’ ছবির সম্পাদনার জন্য ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার পান।
তৌহিদ চলচ্চিত্র সম্পাদক আনোয়ার হোসেন মন্টুর সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। তিনি মন্টুর সহকারী হিসেবে ‘মহা ভূমিকম্প‘ ও ‘চিরশত্রু‘ ছবিতে এবং প্রধান সহকারী হিসেবে ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে‘ ছবিতে কাজ করেছেন।
তার সম্পাদিত প্রথম চলচ্চিত্র ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’। তার সম্পাদিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘বিগ বস’, ‘টপ সম্রাট’, ‘দুই বধূ এক স্বামী’, ‘দুই নয়নের আলো’, ‘কোটি টাকার কাবিন’, ‘আকাশ ছোঁয়া ভালবাসা’, ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’ ‘ভালোবাসার রঙ’, ‘পোড়ামন’, ‘পাসওয়ার্ড’ প্রভৃতি।
তৌহিদের জন্ম ১৯৭৭ সালের ১৯ আগস্ট টাঙ্গাইলের থানাপাড়াতে। তিনি সাদত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেছেন। পরিচালক মুক্তা চৌধুরী তার বাবা।