সাদেক বাচ্চু (Sadek Bachchu) বাংলা চলচ্চিত্রের অন্যতম খলঅভিনেতা। মঞ্চ ও টিভি নাটক থেকে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৭৭-৭৮ সালে বিটিভির নিয়মিত শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন সাদেক বাচ্চু। বিটিভিতে তাঁর অভিনীত প্রথম নাটক ‘প্রথম অঙ্গীকার’। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রামের সুমতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি।
সাদেক বাচ্চু বাংলাদেশ ডাক বিভাগের একজন কর্মকর্তা। তার স্ত্রীর নাম শাহনাজ জাহান।
২০১৩ সালের ২৩ ডিসেম্বর তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে সাদেক বাচ্চু হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের কার্ডিওলজিস্ট মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।