দুলারী

আশির দশক থেকে এখন পর্যন্ত খল চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করছেন দুলারী। চলচ্চিত্রকারদের মতে, সুমিতা দেবী, মায়া হাজারিকা কিংবা রিনা খানের পরে দুলারী হচ্ছেন একজন শক্তিমান খল অভিনেত্রী। তাই এই চরিত্রে দর্শক ও নির্মাতার প্রথম পছন্দ দুলারী। পর্দায় খল চরিত্রে কাজ করলেও বাস্তবে ঠিক উল্টো তিনি। পরোপকারী ও সমাজসেবক হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। প্রায় পাঁচ শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি এবং এখনো অভিনয়ে সক্রিয় রয়েছেন।

দুলারীর জন্ম ১৯৬৬ সালের ১১ ডিসেম্বর ঢাকার সাভারে। নিজের সম্পর্কে দুলারী বলেন, ‘আমি হিন্দুর মেয়ে। আমার আগের নাম আল্পনা দুলারী দে। এখন আমার নাম শাহনাজ পারভিন দুলারী। আমি মুসলিম ধর্ম পালন করি। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোরবানি দেই, রোজার মাসে রোজা রাখি, আমার যে ধর্ম ভালো লাগে…।’

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শাহনাজ পারভীন
ডাকনাম দুলারী
জন্ম তারিখ ডিসেম্বর ১১, ১৯৬৬
জন্মস্থান সাভার, ঢাকা।

কর্মপরিধি