নাসরিন

অভিনেত্রী নাসরিন চলচ্চিত্রে আসেন পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে। ১৯৯২ সালে সোহানুর রহমান সোহানের ‘লাভ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে তথ্যগত বিভ্রান্তি রয়েছে। ‘লাভ’ সিনেমার পাশাপাশি ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নিপথ’ ছবিও তার প্রথম ছবি হিসেবে বলা হয়।

নাসরিনকে বাংলা চলচ্চিত্রের দর্শকরা মূলত নৃত্যশিল্পী হিসেবে চিনেন। তবে দিলদারের সাথে জুটি গড়ে নাসরিন দীর্ঘদিন অভিনয় করেছেন। দিলদারের মৃত্যুর পরে নাসরিন কিছুটা অনিয়মিত হয়ে যান।

১৮ মে ২০১২ সালে  ব্যবসায়ী রিয়েল খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাসরিন। নাসরিন প্রায় পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম নাসরিন আক্তার নার্গিস
ডাকনাম নাসরিন
জন্ম তারিখ মে ১৩, ১৯৭৮
জন্মস্থান ঢাকা। পৈতৃকবাড়ি বিক্রমপুর।

কর্মপরিধি