রেহানা জলি

রেহানা জলি (Rehana Jolly) চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ১৯৮৪ সালে ‘উল্টোরথ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে।  ১৯৮৫ সালে কামাল আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘মা ও ছেলে’তে তিনি বুলবুল আহমেদের বিপরীতে অভিনয় করেন। এর আগে তিনি মঞ্চে অভিনয়ের সাথে সম্পৃক্ত ছিলেন।

নায়িকা নয়, বরং নায়ক নায়িকার মা চরিত্রে অভিনয়ের জন্য রেহানা জলি বেশ পরিচিত মুখ। ১৯৯৪ সালে এ জে মিন্টু পরিচালিত ‘প্রথম প্রেম’ চলচ্চিত্রে প্রথম মা চরিত্রে অভিনয় করেন রেহানা জলি। সালমান শাহ অভিনীত স্বপ্নের পৃথিবী চলচ্চিত্রে তার মা চরিত্রে অভিনয় করেছিলেন।

দীর্ঘদিন চলচ্চিত্রে অভিনয় করলেও প্রথমবারের মত টিভি বিজ্ঞাপনে মডেল হিসেবে অভিনয় করেছেন ২০১৩ সালে। আশফাক উজ্জামান বিপুলের পরিচালনায় ও নাফিজ রেজার ভাবনায় ‘হাফ স্টপ ডাউন’-এর ব্যানারে নির্মিত ‘প্রাণ ম্যাংগো জুস’-এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অভিনয় করেন রেহানা জলি।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম রেহানা জলি
জন্মস্থান ঢাকা।
ভাই-বোন

কর্মপরিধি