শওকত আলী ইমন

সঙ্গীত পরিচালক। ১৯৯৬ সালে রুটি ছবির মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। কলকাতায়ও সঙ্গীত পরিচালনা করেছেন, এগুলো হল অন্যায় অবিচার ও বিচারক।

শওকত আলী ইমন ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী বিজরী বরকতউল্লাহকে। তাদের সংসারে একটি কন্যা সন্তানও আছে। কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। ইমন গায়িকা রেবেকা সুলতানা ও আবিদা সুলতানার বোন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শওকত আলী ইমন
জন্ম তারিখ জুলাই ১৯, ১৯৭১
জন্মস্থান ঢাকা। পৈতৃকবাড়ি সিঙ্গাইর, মানিকগঞ্জ।

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ সুরকার পায়ের ছাপ
জয়ী শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ব্ল্যাক মানি