আলীরাজ

অভিনেতা আলীরাজ (Aliraj) চলচ্চিত্রে আসেন নায়করাজ রাজ্জাকের হাত ধরে। ছেলেবেলায় সিরাজগঞ্জে থাকতেই বর্ণালী ক্লাবের সাথে অভিনয় শুরু করেন। এরপর কাজ করেছেন তরুণ সম্প্রদায়, দুর্বার, সংলাপ থিয়েটারে। ঢাকায় চলে আসার পর ঢাকা থিয়েটারে কাজ শুরু করেন। সেখানে তার সহ অভিনেতা ছিলেন হুমায়ূন ফরিদী, আফজাল হোসেন, সুবর্ণা মোস্তফা, রাইসুল ইসলাম আসাদের মত বড় অভিনেতারা। তারপর একদিন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু-র ‘ভাঙনের শব্দ শুনি’ নাটকে অভিনয় করলেন, সেই নাটকের মাধ্যমে চোখে পড়লেন রাজ্জাকের। রাজ্জাক তখন বৈকুন্ঠের উইল অবলম্বনে ‘সৎভাই’ তৈরির চিন্তা করছিলেন। আলীরাজ সেই চলচ্চিত্রে অভিনয় করে চলচ্চিত্রে নাম লেখালেন।

আলীরাজ শিক্ষাগত যোগ্যতা আইএ। পারিবারিক জীবনে আলীরাজের এক পুত্র এবং এক কন্যা। তার স্ত্রী নৃত্যশিল্পী। ‘নৃত্যাঞ্চল’ নামে প্রতিষ্ঠানে শিবলী ও নিপার সঙ্গে ছেলেদের নাচ শেখান।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম ডব্লিউ আনোয়ার
ডাকনাম আলীরাজ
জন্ম তারিখ মার্চ ১৫, ১৯৫৭
জন্মস্থান সিরাজগঞ্জ

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা জান্নাত