পরিচালক এহতেশাম এর হাত ধরে ‘চাঁদনি রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন শাবনূর (Shabnur). প্রায় একই সময়ে যাত্রা শুরু করা সালমান শাহ‘র সাথে জুটিবন্ধ হয়ে একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দেন শাবনূর। সালমান শাহ’র মৃত্যুর পরেও তার সেই অগ্রযাত্রা বন্ধ হয় নি। মান্না, রিয়াজ, শাকিল, ফেরদৌস সহ বিভিন্ন নায়কের সাথে জুটি বেধে সফল ছবি উপহার দিয়েছেন শাবনূর। চলচ্চিত্রে অভিনয় করে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার বাচসাস পুরস্কার এবং রেকর্ড সংখ্যক ১০বার মেরিল-প্রথম আলো পুরস্কার জয় করেছেন।
বিয়ে নিয়ে শাবনূর একাধিক গুঞ্জনের জন্ম দেন। ২০১৩ সালের ডিসেম্বরের ৪ তারিখ একই সাথে বিয়ে এবং অনাগত সন্তানের সংবাদ জানিয়ে আলোচনা তৈরী করেন শাবনূর। তার সৎবাবা শাহজাহান চৌধুরীর বরাতে জানা যায় ব্যবসায়ী অনিক মাহমুদের সাথে শাবনূর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনেক আগেই। উল্লেখ্য, বধূ তুমি কার চলচ্চিত্রে অনিক শাবনূরের বিপরীতে অভিনয় করেছিলেন। বিয়ের তারিখ নিয়েও বিভ্রান্তির সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে – শাবনূর ২০১১ সালের ৬ ডিসেম্বর বিয়ের তারিখ হিসেবে স্বীকার করলেও অনিক মাহমুদ ২০১২ সালের ২৮ ডিসেম্বরকে বিয়ের তারিখ হিসেবে ঘোষনা দেন। ২৯ ডিসেম্বর তারিখে শাবনূর অস্ট্রেলিয়ার সিডনিস্থ ওব্যান হাসপাতালে একটি পুত্রসন্তানের জন্ম দেন। ছেলের নাম রাখা হয়েছে আইজেন নিহান।
প্রায় বিশ বছর চলচ্চিত্রের নায়িকা হিসেবে অভিনয় করা শাবনূর চলচ্চিত্র পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ায় অবস্থানকালীন সময়ে তিনি চলচ্চিত্র পরিচালনা সংক্রান্ত শর্ট কোর্স করেছেন বলে জানিয়েছেন এক সাক্ষাতকারে।
শাবনূর পড়াশোনা করেছেন আই এ পর্যন্ত। শাবনূররা মোট তিন ভাই-বোন – নূপুর (শাবনূর), ঝুমুর, তমাল।