দিলশাদ নাহার কনা

২০০৬ সালে একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’র টাইটেল গানটির মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় এসেছিলেন সুকণ্ঠী গায়িকা কনা। এরপর একে একে আরও দুটি একক অ্যালবামের মাধ্যমে বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন তিনি। বিজ্ঞাপনের জিঙ্গেল এবং চলচ্চিত্রে নেপথ্য শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা।

কনার জন্ম ১৫ এপ্রিল। তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। মিরপুরের টাইনি টটস স্কুল, মগবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং লালমাটিয়া কলেজে পড়াশোনা করেছেন এই গায়িকা।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামদিলশাদ নাহার কনা
ডাকনামকনা
জন্মস্থানঢাকা।

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কারবছরফলাফলবিভাগ/গ্রহীতাচলচ্চিত্র
জয়ীশ্রেষ্ঠ গায়িকা অপারেশন সুন্দরবন
মনোনীতশ্রেষ্ঠ গায়িকা অপারেশন সুন্দরবন
জয়ীশ্রেষ্ঠ গায়িকা নোলক
মনোনীতশ্রেষ্ঠ গায়িকা দহন
জয়ীশ্রেষ্ঠ গায়িকা পোড়ামন ২