বাংলাদেশি চলচ্চিত্রে প্রিয়দর্শনী অভিনেত্রী আরিফা পারভীন মৌসুমী (Arifa Parvin Moushumi)। তিনি একই সাথে একজন প্রযোজক, পরিচালক ও গীতিকার। ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে সালমান শাহ‘র বিপরীতে অভিনয়ের মাধ্যমে মৌসুমী’র বাংলা চলচ্চিত্রে আগমন। এখন পর্যন্ত তিনি ১৫০টির ও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ তার পরিচালিত প্রথম চলচ্চিত্র।
মৌসুমীর সকল সংবাদ পাবেন এখানে
অভিনয়ের পাশাপাশি এক সময় ছবি প্রযোজনার কথা ভাবেন মৌসুমী। ১৯৯৭ সালে ‘কপোতাক্ষ চলচ্চিত্র’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত প্রথম ছবি ‘গরীবের রানী’ পরিচালনা করেন মনোয়ার খোকন। এরপর একটু বিরতি নিয়ে এই প্রতিষ্ঠান থেকে তৈরি হয় মুশফিকুর রহমান গুলজারের ‘সুখের ঘরে দুখের আগুন’ ও মনতাজুর রহমান আকবরের ‘আমার বউ’ ছবি দুটি। তারপর কপোতাক্ষ চলচ্চিত্র থেকে আর কোনো ছবি নির্মিত হয়নি।
‘মেঘলা আকাশ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর তিনি ‘দেবদাস’ ছবিতে চন্দ্রমুখী চরিত্রে এবং ‘তারকাটা’ ছবিতে অভিনয় করে আরও দুটি জাতীয় পুরস্কার পান।
তার স্বামী অভিনেতা ওমর সানী। তাদের দুই সন্তান – এক ছেলে ফারদীন এবং মেয়ে ফাইজা। তার বোন ইরিন জামানও একজন অভিনেত্রী।