আফজাল শরীফ

কমেডি অভিনেতা আফজাল শরীফ (Afzal Sharif) মঞ্চ থেকে পরবর্তীতে টেলিভিশন এবং চলচ্চিত্রে আসেন। ১৯৮৪/৮৫ সালে তার অভিনয় জীবন শুরু হয়।

ঢাকার আরামবাগে ট্রুপ থিয়েটারে প্রথম অভিনয় শুরু করেন আফজাল শরীফ। মঞ্চে তিনি খতবিক্ষত, জমিদার দর্পন, সাত ঘাটের কানাকড়ি, রাক্ষুসী এবং মহাপুরুষ ইত্যাদি নাটকে অভিনয় করেন। ১৯৮৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত টিভি ধারাবাহিক ‘বহুব্রীহি’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন। বেইলী রোডে প্রথম হুমায়ূন আহমেদের সাথে আফজাল শরীফের সাক্ষাত হয় এবং বহুব্রীহি, অয়োময় প্রভৃতি ধারাবাহিক এবং পরবর্তীতে আরও খন্ড নাটকে অভিনয় করেন তিনি।

১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আগমন আফজাল শরীফের। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কমেডি অভিনেতা হিসেবে অভিনয় করছেন তিনি। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য তিনি ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। একটি জাতীয় দৈনিকের সাথে সাক্ষাতকারে আফজাল শরীফ তার অভিনীত প্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে আবদার, নতজানু, বাংলার বউ প্রভৃতির নাম উল্লেখ করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম আফজাল শরীফ
জন্ম তারিখ সেপ্টেম্বর ১, ১৯৫৯
জন্মস্থান ঢাকা

কর্মপরিধি