সহিদুল হক একজন চলচ্চিত্র সম্পাদক। তার সম্পাদিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘বিদ্রোহী পদ্মা’, ‘কি যাদু করিলা’, ‘ইভটিজিং’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’, ‘গলুই’ ইত্যাদি। এর পূর্বে তিনি ‘শুধু তোমারি’, ‘মিথ্যা অহংকার’ প্রভৃতি ছবির প্রধান সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | মোঃ সহিদুল হক |
কর্মপরিধি
- ঘর ভাঙ্গা সংসার (২০২৩)
- যাও পাখি বলো তারে (২০২২)
- ও মাই লাভ (২০২২)
- ইস্টিশন (২০২২)
- গলুই (২০২২)
- নারীর শক্তি (২০২১)
- হৃদয় জুড়ে (২০২০)
- মেঘ কন্যা (২০১৮)
- খাস জমিন (২০১৭)
- দুলাভাই জিন্দাবাদ (২০১৭)
- দিওয়ানা মন (২০১৬)
- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ (২০১৬)
- উতলা মন (২০১৬)
- বোঝেনা সে বোঝেনা (২০১৫)
- অল্প অল্প প্রেমের গল্প (২০১৪)
- ইভটিজিং (২০১৩)
- এক পায়ে নূপুর (২০১৩)
- সেই তুমি অনামিকা (২০১৩)
- পাগলা হাওয়া (২০১২)
- মা আমার চোখের মনি (২০১১)
- ১ টাকার ছেলে কোটি টাকার মেয়ে (২০১১)
- বাজাও বিয়ের বাজনা (২০১০)
- হায় প্রেম হায় ভালোবাসা (২০১০)
- মন দিয়েছি তোমাকে (২০০৯)
- ভালোবাসার লাল গোলাপ (২০০৯)
- মন ছুঁয়েছে মন (২০০৯)
- এ চোখে শুধু তুমি (২০০৮)
- কোটি টাকার ফকির (২০০৮)
- মা বাবার স্বপ্ন (২০০৮)
- পাওয়ার (২০০৮)
- কি যাদু করিলা (২০০৮)
- জিদ্দি পুলিশ (২০০৭)
- মা আমার বেহেস্ত (২০০৭)
- কপাল (২০০৭)
- এই যে দুনিয়া (২০০৭)
- আমি বাঁচতে চাই (২০০৭)
- চক্কর (২০০৭)
- তুমি আছো হৃদয়ে (২০০৭)
- বুলেট (২০০৭)
- বিদ্রোহী পদ্মা (২০০৬)
- বিন্দুর ছেলে (২০০৬)
- একশো কোটি টাকা (২০০৬)
- নষ্ট ছাত্র (২০০৬)
- মাথা গরম (২০০৬)
- জন্ম (২০০৬)
- জীবনের গল্প (২০০৬)
- আমার স্বপ্ন তুমি (২০০৫)
- টপ লিডার (২০০৫)
- স্বৈরাচার (২০০৪)
- প্রেম করেছি বেশ করেছি (২০০৪)
- টপ ক্রাইম (২০০৪)
- রাজধানী (২০০৪)
- ফুটপাতের রাজা (২০০৪)
- হৃদয় শুধু তোমার জন্য (২০০৪)
- হিংসা প্রতিহিংসা (২০০৩)
- জামাই শ্বশুর (২০০৩)
- সত্য মিথ্যার লড়াই (২০০৩)
- স্বপ্নের ভালবাসা (২০০৩)
- অমানুষের ভালবাসা (২০০৩)
- ক্ষত বিক্ষত (২০০২)