মেহেদী

বাংলাদেশের চলচ্চিত্রে এক নামেই সবাই চেনে, তিনি মেহেদী। তবে এই নামে তিনি বিখ্যাত নন, কুখ্যাত। চলচ্চিত্রের অশ্লীল দৃশ্যে অভিনয়ের জন্য পুরুষদের তালিকা করা হলে যার নাম থাকে সকলের শীর্ষে তিনিই মেহেদী। 

চলচ্চিত্রে মেহেদীর আত্মপ্রকাশ শৈশবেই। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেন। এ সকল ছবির মধ্যে ধনদৌলত, হাসু আমার হাসু, অন্যায়, মহান, নিয়ত, চেনামুখ, শরীফ বদমাশ, নান্টু ঘটক, জারকা, তিন বাহাদুর, মর্যাদা, নবাব, অহিংসা, কাবিন, বিধাতা, উনিশ বিশ, দিদার, কসম, বিস্ফোরন, নাগজ্যোতি ইত্যাদি অন্যতম।

প্রধান অভিনেতা হিসেবে তার উল্লেখযোগ্য একটি চলচ্চিত্র ‘পাগল মন’। ২০০০ এর দশকের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত তাকে দ্বিতীয় নায়ক হিসেবে দেখা যায়। এই সময়ে চলচ্চিত্রে অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হলে অশ্লীল দৃশ্যের অভিনেতা-অভিনেত্রীরা ছিটকে পড়েন। মেহেদীও সেসময় চলচ্চিত্র থেকে বিদায় নেন, লোকচক্ষুর অন্তরালে চলে যান।

মেহেদীর প্রকৃত নাম মোঃ নাজমুল হক শামীম। তার জন্ম কিশোরগঞ্জের কটিয়াদিতে। তার শিক্ষাগত যোগ্যতা বিএ।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মোঃ নাজমুল হক শামীম
ডাকনাম মেহেদী
জন্মস্থান মানিকখালী, কটিয়াদী, কিশোরগঞ্জ।

কর্মপরিধি