কমল সরকার

কমল সরকার একাধারে একজন কাহিনিকার, সংলাপ রচয়িতা এবং চলচ্চিত্র পরিচালক। তার রচানায় আজাদ খান, এম এ রহিম, এ জে রানা, বাবুল রেজা, পি এ কাজল, আহমেদ আলী বাবুল প্রমুখ পরিচালকেরা চলচ্চিত্র নির্মাণ করেছেন।

তার পরিচালিত চলচ্চিত্রগুলো হল ‘বিল্লু মাস্তান’, ‘ওরে বাবা’, ‘কালা মানিক’, ‘শান্ত কেন অশান্ত’, ‘১ টাকার ছেলে কোটি টাকার মেয়ে’, ‘পাগলামী’, ও ‘রংবাজি – দ্য লাফাঙ্গা’।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম কমল সরকার
জন্ম তারিখ সেপ্টেম্বর ১৬, ১৯৬১
জন্মস্থান পাংশা, রাজবাড়ী।

কর্মপরিধি