পলাশ একজন সঙ্গীতশিল্পী। তিনি ‘কথা দাও’, ‘রাগী’, ‘হাছন রাজা’, ‘আয়না’, ‘ময়না মতির সংসার’ প্রভৃতি ছবির গানে কণ্ঠ দিয়েছেন।
তিনি ভারতীয় আধুনিক বাংলা গান, হিন্দি গানের বাংলা রূপান্তর আর পুরোনো দিনের গানের রিমেক গানে কণ্ঠ দেওয়া শুরু করেন। রিমেক গান গেয়ে তিনি ও রিজিয়া পারভীন দারুণ জনপ্রিয়তা পান। অল্প সময়ের মধ্যে তাদের ২৫টি অ্যালবাম বাজারে আসে।