শাহীন আলম

চলচ্চিত্রে অশ্লীলতার যুগ শুরু হলে নায়িকাদের পাশাপাশি যে সকল নায়কের নাম উচ্চারিত হয়েছে তাদের মধ্যে শাহীন আলম অন্যতম। চলচ্চিতে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ইতিবাচক অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করলেও অশ্লীলতার স্রোতে গা ভাসানো থেকে নিজেকে দূরে রাখতে পারেন নি। ফলে অশ্লীলতা বিরোধী অভিযানের ফলে অন্যান্যদের মত শাহীন আলমও চলচ্চিত্র থেকে ছিটকে পড়েন।

চলচ্চিত্রে অভিনয়ের আগে তিনি মঞ্চ নাটকে কাজ করতেন। ১৯৮৬ সালের নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান শাহীন আলম। প্রথম ছবি মুক্তি পায় ১৯৯১ সালে, প্রথম ছবির নাম ‘মায়ের কান্না’। তিনি ‘স্বপ্নের নায়ক’ ছবিতে সালমান শাহর সাথে অভিনয় করে প্রথম আলোচনায় আসেন।

তিনি অধিকাংশ চলচ্চিত্রে দ্বিতীয় নায়কের ভূমিকায় অভিনয় করলেও তার চরিত্রের গুরুত্ব থাকত। নিজে মূল নায়ক হিসেবেও অভিনয় করেছেন ‘ঘাটের মাঝি’, ‘এক পলকে’, ‘আলিফ লায়লা’, ‘পাপী সন্তান’ ছবিতে।

২০১০-এর দশকের শুরুতে চলচ্চিত্র থেকে দূরে সরে যান শাহীন আলম। মাঝে মধ্যে দুই একটা ছবিতে অভিনয় করলেও সেগুলো উল্লেখযোগ্য কিছু নয়। চলচ্চিত্র থেকে সরে গিয়ে তিনি পুরোদস্তুর কাপড়ের ব্যবসায়ী হয়ে পড়েন। ঢাকার গাউসিয়াতে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

শাহীন আলমের জন্ম ৬ ডিসেম্বর, ১৯৬২। তিনি জগন্নাথ কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে বিকম সম্পন্ন করেন। তিনি ৮ মার্চ, ২০২১ ঢাকার আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন এবং ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে ছিলেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শাহীনূর আলম শাহীন
ডাকনাম শাহীন
জন্ম তারিখ ডিসেম্বর ৬, ১৯৬২
মৃত্যু তারিখ মার্চ ৮, ২০২১
জন্মস্থান ঢাকা।

কর্মপরিধি