ষাট ও সত্তরের দশকে বাংলাদেশী চলচ্চিত্রের অন্যতম কৌতুকাভিনেতা হলেন খান জয়নুল (Khan Jainul)। তিনি সুতরাং, কাঁচকাটা হীরে, সন্তান, পদ্মানদীর মাঝি, দর্পচুর্ণ, সপ্তডিঙ্গা, মিশর কুমারী, অন্তরঙ্গ, মাটির মায়া, অশান্ত ঢেউ, দিনের পর দিন, স্মৃতি তুমি বেদনা, ময়নামতি, সাইফুল মুলুক বদিউজ্জামান, গোপাল ভাঁড়, মধু মিলন, ডাক পিয়ন ছবিতে অভিনয় করেছেন। ১৯৮০ সালে গাফ্ফার খান পরিচালিত ‘দিওয়ানা’ তার অভিনীত শেষ ছবি।
জয়নুলের জন্ম ১৯৩৬ সালের ৪ জুলাই বিক্রমপুর জেলার লৌহজং’র রানাদিয়ায়। তিনি ১৯৭৮ সালের ১৫ জানুয়ারি মারা যান।