রওশন জামিল

রওশন জামিল (Rowshan Jamil) এর পরিচয় দুটো – তিনি একজন নৃত্যশিল্পী এবং তিনি একজন অভিনেত্রী। শৈশব থেকেই তিনি নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৬৭ সালে আলীবাবা চলচ্চিত্রের মাধ্যমে  চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন। পরবর্তীতে অভিনয়ের মাধ্যমেই জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকের মত পুরস্কার।

চলচ্চিত্রে অভিনয় ছাড়াও রওশন জামিল টেলিভিশনে অভিনয় করেছেন। ‘ঢাকায় থাকি’ ‘সকাল সন্ধ্যা’ তার অভিনীত উল্লেখযোগ্য নাটক।

নৃত্যশিল্পী গওহর জামিল তার স্বামী। গওহর জামিলের কাছে নৃত্যশিক্ষা গ্রহণের সময়ই তারা প্রণয়াবদ্ধ হন এবং গওহর জামিল ইসলাম ধর্ম গ্রহণ করলে তারা পরিণয়ে আবদ্ধ হন। পরবর্তীতে  ১৯৬০ সালে দুজনে মিলে ঢাকাতে নৃত্য প্রশিক্ষন কেন্দ্র জাগো আর্ট সেন্টার প্রতিষ্ঠা করেন। স্বামীর মৃত্যুর পর রওশন জামিল একাই কেন্দ্রটি পরিচালনা করতেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নামফিরোজা
ডাকনামরওশন জামিল
জন্ম তারিখমে ৮, ১৯৩১
মৃত্যু তারিখমে ১৪, ২০০২
জন্মস্থানরোকনপুর, ঢাকা।

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কারবছরফলাফলবিভাগ/গ্রহীতাচলচ্চিত্র
জয়ীশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী চিত্রা নদীর পারে
জয়ীশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী নয়ন মনি
জয়ীশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী তিতাস একটি নদীর নাম