বাংলা চলচ্চিত্রে মেগাস্টার হিসেবে খ্যাত সোনালী যুগের অন্যতম অভিনেতা উজ্জ্বল। তার চলচ্চিত্রে অভিষক হয় ১৯৭০ সালে ‘বিনিময়’ চলচ্চিত্র দিয়ে। প্রথম ছবিতে তার নায়িকা ছিলেন মিষ্টি মেয়ে কবরী। এরপর তিনি শাবানা, ববিতা, সুচরিতা, রোজিনা, সুজাতা, শবনমসহ অনেক নায়িকার বিপরীতে অভিনয় করেছেন।
উজ্জ্বলের পুরো নাম আশরাফ উদ্দিন আহমেদ। তার জন্ম ২৮ এপ্রিল ১৯৪৮ সিরাজগঞ্জে তার পিতার কর্মস্থলে। তার পৈতৃক নিবাস পাবনায়। তিনি রংপুরের কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে। পরে ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বেতার ও টেলিভিশনে অভিনয় করতেন।