রাইসুল ইসলাম আসাদ দেশের একজন বিখ্যাত অভিনেতা। তিনি একাত্তরের গেরিলা যোদ্ধা। ১৯৭৩ সালে ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন আসাদ। ‘গুড্ডি’ চলচ্চিত্রে নায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন আসাদ। তার বিপরীতে ছিলেন সুবর্ণা মুস্তাফা। সালাহউদ্দিন জাকি পরিচালিত চলচ্চিত্রটির আবেদন আজও রয়ে গেছে নতুন প্রজন্মের কাছে। এই চলচ্চিত্রের গানগুলো আজও মানুষের মনকে ছুঁয়ে যায়। তার অভিনীত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রের প্রশংসা বাক্য আজও শোনা যায়। এই সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এছাড়া ‘সুরুজ মিয়া’, ‘অন্যজীবন’, ‘দুখাই’, ‘লালসালু’, ‘কীর্তনখোলা’, ‘লালন’, ‘মনের মানুষ’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
আসাদের জন্ম ১৯৫২ সালের ১৫ জুলাই ঢাকার পুরানা পল্টনে। তার পুরো নাম আসাদুজ্জামান মোহাম্মাদ রাইসুল ইসলাম। তিনি ১৯৭৯ সালের ৯ নভেম্বর তাহিরা দিল আফরোজকে বিয়ে করেন। তার একমাত্র কন্যার নাম রুবায়না জামান।