সহিদুল হক একজন চলচ্চিত্র সম্পাদক। তার সম্পাদিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘বিদ্রোহী পদ্মা’, ‘কি যাদু করিলা’, ‘ইভটিজিং’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ ইত্যাদি।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | শহিদুল হক |
কর্মপরিধি
- ও মাই লাভ (২০২২)
- গলুই (২০২২)
- হৃদয় জুড়ে (২০২০)
- মেঘ কন্যা (২০১৮)
- দুলাভাই জিন্দাবাদ (২০১৭)
- খাস জমিন (২০১৭)
- উতলা মন (২০১৬)
- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২ (২০১৬)
- দিওয়ানা মন (২০১৬)
- বোঝেনা সে বোঝেনা (২০১৫)
- অল্প অল্প প্রেমের গল্প (২০১৪)
- সেই তুমি অনামিকা (২০১৩)
- এক পায়ে নূপুর (২০১৩)
- ইভটিজিং (২০১৩)
- পাগলা হাওয়া (২০১২)
- ১ টাকার ছেলে কোটি টাকার মেয়ে (২০১১)
- মা আমার চোখের মনি (২০১১)
- বাজাও বিয়ের বাজনা (২০১০)
- হায় প্রেম হায় ভালোবাসা (২০১০)
- ভালোবাসার লাল গোলাপ (২০০৯)
- মন ছুঁয়েছে মন (২০০৯)
- মন দিয়েছি তোমাকে (২০০৯)
- এ চোখে শুধু তুমি (২০০৮)
- কোটি টাকার ফকির (২০০৮)
- কি যাদু করিলা (২০০৮)
- পাওয়ার (২০০৮)
- মা বাবার স্বপ্ন (২০০৮)
- চক্কর (২০০৭)
- আমি বাঁচতে চাই (২০০৭)
- তুমি আছো হৃদয়ে (২০০৭)
- বুলেট (২০০৭)
- জিদ্দি পুলিশ (২০০৭)
- মা আমার বেহেস্ত (২০০৭)
- কপাল (২০০৭)
- এই যে দুনিয়া (২০০৭)
- বিদ্রোহী পদ্মা (২০০৬)
- জন্ম (২০০৬)
- বিন্দুর ছেলে (২০০৬)
- মাথা গরম (২০০৬)
- একশো কোটি টাকা (২০০৬)
- জীবনের গল্প (২০০৬)
- নষ্ট ছাত্র (২০০৬)
- আমার স্বপ্ন তুমি (২০০৫)
- টপ লিডার (২০০৫)
- টপ ক্রাইম (২০০৪)
- স্বৈরাচার (২০০৪)
- রাজধানী (২০০৪)
- হৃদয় শুধু তোমার জন্য (২০০৪)
- ফুটপাতের রাজা (২০০৪)
- প্রেম করেছি বেশ করেছি (২০০৪)
- অমানুষের ভালবাসা (২০০৩)
- হিংসা প্রতিহিংসা (২০০৩)
- স্বপ্নের ভালবাসা (২০০৩)
- জামাই শ্বশুর (২০০৩)
- সত্য মিথ্যার লড়াই (২০০৩)
- ক্ষত বিক্ষত (২০০২)