এম এইচ স্বপন

এম এইচ স্বপন চিত্রগ্রাহক আবু হেনা বাবলুর সহকারী হিসেবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। তিন দশকের বেশি সময় ধরে তিনি এজে মিন্টু, বাদল খন্দকার, তোজাম্মেল হক বকুল, দেওয়ান নজরুল, জাকির হোসেন রাজু, দিলিপ বিশ্বাস, শাহীন সুমন, মোস্তাফিজুর রহমান মানিকের মত অসংখ্য নির্মাতার সঙ্গে কাজ করেছেন। তিনি আজমল হকের প্রধান সহকারী চিত্রগ্রাহক হিসেবে ‘হিংসা‘ ছবিতে কাজ করেছেন।

চিত্রগ্রাহক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘পাগল মন’। এরপর তিনি ‘বাঁশীওয়ালা’, ‘বালিকা হলো বধূ’, ‘জীবন সংসার’, ‘আবদুল্লাহ’ ‘মিলন হবে কত দিনে’, ‘এ জীবন তোমার আমার’, ‘ভালোবাসা কারে কয়’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘গডফাদার, ‘খালাস’, ‘মহুয়া সুন্দরী’, ‘ভালো থেকো’, ‘জান্নাত’ ও ‘মাতাল’সহ প্রায় দুই শতাধিক ছবির চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম এম এইচ স্বপন
জন্ম তারিখ মে ৯, ১৯৫৯
মৃত্যু তারিখ নভেম্বর ১৯, ২০২০
জন্মস্থান ঢাকা, পৈত্রিক বাড়ি পাবনা।

কর্মপরিধি