সৈয়দ আক্তার আলী

সৈয়দ আক্তার আলী বাংলা চলচ্চিত্রের একজন পরিচিত মুখ। তিনি ‘নদী ও নারী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। আক্তার আলী অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে সূর্যদীঘল বাড়ি, সারেং বউ, কী যে করি, সুরুজ মিঞা, এখনই সময়, বংশধর, শ্যামল ছায়া প্রভৃতি। পরিচালক হিসেবে তিনি নাবালক ছবিটির নির্মাণ শুরু করলেও কাজ শেষ করতে পারেননি।

আক্তার আলী ২২ আগস্ট ২০১৩ তারিখ সোমবার সকাল ১১টায় টঙ্গী বোর্ড বাজারের বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মস্তিষ্কে রক্তক্ষরণসহ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে দুই সপ্তাহ ধরে তিনি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। একই দিন বিকালে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পারিবারিক জীবনে সৈয়দ আক্তার আলী চার পুত্র এবং এক কন্যা সন্তানের জনক।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম সৈয়দ আক্তার আলী
জন্ম তারিখ অক্টোবর ১৭, ১৯৪১
মৃত্যু তারিখ জুলাই ২২, ২০১৩
জন্মস্থান ধুপরী, আসাম।

কর্মপরিধি