আখতার হোসেন

আখতার হোসেন একজন অভিনেতা। তিনি মঞ্চনাটক থেকে চচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘তোমার আমার’। এরপর তিনি ‘কাগজের নৌকা’, ‘গুনাই বিবি’, ‘মহুয়া’, ‘ফকির মজনু শাহ’, ‘অপরিচিতা’, ‘গাজী কালু চম্পাবতী’, ‘ভানুমতি’, ‘অশিক্ষিত’, ‘দি ফাদার’, ‘মাটির ঘর’, ‘এতিম’, ‘জীবন মৃত্যু’, ‘সুখের সংসার’, ‘বাঁধন হারা’, ‘মাটির পুতুল’, ‘কুদরত’, ‘উজান ভাটি’, ‘লাল কাজল’, ‘অভিযান’, ‘নয়নের আলো’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেন।

তার জন্ম ১৯৩৩ সালের ২৬ অক্টোবর মানিকগঞ্জে। তিনি ১৯৯৮ সালের ৪ আগস্ট মৃত্যুবরণ করেন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম আখতার হোসেন
জন্ম তারিখ অক্টোবর ২৬, ১৯৩৩
মৃত্যু তারিখ আগস্ট ৪, ১৯৯৮
জন্মস্থান মানিকগঞ্জ