সাইফুল ইসলাম বাদল

চলচ্চিত্রসাইফুল ইসলাম বাদল একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রগ্রাহক। তিনি ‘ব্যাচেলর’, ‘আহা!’, ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন।

সাথী ইয়াসমিন

সাথী ১৯৯৫ সালে সুন্দরী মিস বাংলাদেশ নির্বাচিত হয়ে ও ১৯৯৬ সালে সানসিটিতে অনুষ্ঠিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে মিডিয়ায় আসেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘পরদেশী বাবু’। এরপর তিনি ‘বড় মালিক’, ‘আব্বাজান’, ‘বীর সৈনিক’, ‘আহা!’ চলচ্চিত্রে অভিনয় করেন।

মানিক রহমান

মানিক রহমান ‘ঘানি’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।

সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি ‘ত্রাস’ ও ‘ঘানি’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি ‘দাঙ্গা’, ‘শুধু তুমি’, ‘ধর’, ‘ঝড়’, ‘আজকের সমাজ’ প্রভৃতি ছবির সম্পাদনা করেছেন।

নাজনীন চুমকী

আমার মা আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু থিয়েটার আমাকে মানুষ করেছে – নাজনীন চুমকীর (Naznin Chumki) এ মন্তব্যই তার অবস্থান স্পষ্ট করে দেয়। মঞ্চ অভিনেত্রী নাজনীন হাসান চুমকী মঞ্চ-টিভি-চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক লিখেছেন, পরিচালনাও করেছেন।

জন্মস্থান চুয়াডাঙ্গার অরিন্দম সংস্কৃতিক সংগঠনের সাথে ১৯৯২ সালে জড়িত হয়ে মঞ্চে অভিনয় শুরু। চারবছর বাদে চলে আসেন ঢাকায়, যোগ দেন দেশ নাটকে। ২০০৩ সাল পর্যন্ত দেশ নাটকে থাকেন চুমকী, কৃতজ্ঞতার সাথে উচ্চারণ করেন দেশ নাটক এবং ইসরাত নিশাত আপার নাম। দেশ নাটকের হয়ে চুমকী ‘লোহা’, ‘বিরষাকাব্য’, ‘নিত্যপুরাণ’সহ আরো কিছু নাটকে অভিনয় করেছেন।

‘যেতে যেতে অবশেষে’ নাটকের মাধ্যমে টিভি পর্দায় প্রথম উপস্থিত হন চুমকী। মঞ্চকে বেশী ভালোবাসতেন বলে প্রথমে টিভি নাটকে অভিনয় করতে আগ্রহী হন নি চুমকী। পরবর্তীতে তিনি টিভির জন্য নাটক লিখেছেন, পরিচালনাও করেছেন। মঞ্চ এবং টিভি-র পাশাপাশি চুমকী মাত্র তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, এর মাঝে ঘানি-তে অভিনয় করে জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মত সম্মানজনক পুরস্কার।

তার লেখা প্রথম নাটকের নাম বাইনিকুলার। তারই রচিত নাটক ‘একটি রাত অতঃপর নিঃশূন্যতা’-র পরিচালনার মাধ্যমে নাট্য পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১৩ সালে।

নাজনীন হাসান চুমকী সংসার করছেন দেশীয় কোম্পানীর উচ্চপদে চাকুরীরত স্বামী আহমেদ পাশা তুষারের সাথে। সময় কাটানোর জন্য রয়েছে মিউ এবং সুন্দরী নামে দুটি কুকুর।

সবসময়ই ভালো গল্পের চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী চুমকীর পছন্দ কোলকাতার অফট্র্যাকের কিছু চলচ্চিত্র। এ ধরনের চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেন তিনি।

আরমান পারভেজ মুরাদ

আরমান পারভেজ মুরাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন মঞ্চে তার অভিনয় জীবন শুরু করেন। পরবর্তী কালে ঢাকা এসে থিয়েটার আরামবাগে যোগ দেন। সেখান থেকে তিনি টেলিভিশনে কাজ শুরু করেন।

তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ব্যাচেলর’। ‘ঘানি’ ছবিতে অভিনয় করেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জানে চলচ্চিত্র পুরস্কার পান।

মুরাদের জন্ম রাজশাহী জেলার বোসপাড়ায়। তিনি রাজশাহী সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগ থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।