হুমায়ূন ফরীদি

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে আলোড়ন তোলা এক অনন্য অভিনেতা হুমায়ূন ফরীদি (Humayun Faridi)। এই অভিনেতা অসাধারণ সব অভিনয়ের মাধ্যমে সকল শ্রেণীর দর্শকদের কাছে অধিক জনপ্রিয় হয়ে ওঠেন। একটা সময় ছিল যখন টিভি নাটক মানেই ফরীদি। তারপর একটা সময় মানুষ শুধু হুমায়ূন ফরীদির অভিনয় দেখতে হলে যেতেন। বাংলা চলচ্চিত্রে খল নায়কের ভূমিকায় তিনি ছিলেন অসাধারণ।

Continue reading

মেহের আফরোজ শাওন

মেহের আফরোজ শাওনের পরিচালনায় অভিষেক হয় ২০০৩ সালে ‘পক্ষীরাজ’ শিরোনামে একটি নাটক নির্মাণের মধ্য দিয়ে। এরপর বেশ কিছু টিভি নাটক নির্মাণ করেছেন। ‘কৃষ্ণপক্ষ’ শাওনের পরিচালনায় প্রথম সিনেমা।

হুমায়ূন আহমেদ

বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ের সবচে জনপ্রিয় লেখক, ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই তার প্রথম উপন্যাস প্রকাশিত এবং সমাদৃত হয়। ১৯৯৪ সালে আগুনের পরশমনি চলচ্চিত্র নির্মানের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে নাম লেখান এবং ঘেটুপুত্র কমলা নির্মানের মাধ্যমে তার চলচ্চিত্র নির্মান কর্মকান্ডের সমাপ্তি ঘটে। তার চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য তিনিই রচনা করতেন। এছাড়া, তিনি গান রচনা করেছেন, শিল্প নির্দেশনাও দিয়েছেন। প্রথম চলচ্চিত্রের মাধ্যমেই তিনি জাতীয় পুরস্কার অর্জন করেন। Continue reading

নারায়ণ ঘোষ মিতা

গুণী চলচ্চিত্র পরিচালক নারায়ণ ঘোষ মিতা ষাটের দশকে চলচ্চিত্রে আগমন করেন। তার পরিচালিত চলচ্চিত্রসমূহ হল ‘চাওয়া পাওয়া’, ‘এতটুকু আশা’, ‘নীল আকাশের নিচে’, ‘ক খ গ ঘ ঙ’, ‘দীপ নেভে নাই’, ‘আলোর মিছিল’, ‘লাঠিয়াল‘, ‘অলংকার’, ‘হারানো সুর’। লাঠিয়াল ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম আয়োজনে শ্রেষ্ঠ প্রযোজক ও পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।