আসাদুজ্জামান মজনু একজন চিত্রগ্রাহক। চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর সহকারী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। মিন্টুর প্রধান সহকারী চিত্রগ্রাহক হিসেবে তিনি ‘লাভ‘ ও ‘জনম দুখী‘ ছবিতে কাজ করেছেন। তার চিত্রায়িত প্রথম চলচ্চিত্র ‘খুনের বদলা’। এরপর তিনি ‘আসামী গ্রেফতার’, ‘দমকা’, ‘কাল নাগিনীর প্রেম’, ‘রুস্তম’, ‘বাস্তব’, ‘ফায়ার’, ‘রাঙা বউ’, ‘ভয়’, ‘কঠিন বাস্তব’, ‘মিলন মালার প্রেম’, ‘প্রিয়া আমার প্রিয়া’ প্রভৃতি চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন।
তিনি ‘রোহিঙ্গা’ ছবির চিত্রগ্রহণের জন্য সেরা চিত্রগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
মজনুর জন্ম ১৯৬৪ সালের ২০ জুন শেরপুরের সদর থানার বড় ঝাউয়ের চর গ্রামে।