মোঃ সিরাজ একজন শিল্প নির্দেশক। তিনি ‘চাকর’, ‘ত্যাগ’, ‘ঘৃণা’, ‘প্রেমযুদ্ধ’, ‘মহান বন্ধু’, ‘বাঘের থাবা’, ‘কোটি টাকার কাবিন’, ‘পিতার আসন’, ‘বোঝেনা সে বোঝেনা’ প্রভৃতি ছবির শিল্প নির্দেশকের দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত তথ্যাবলি
পুরো নাম | মোঃ সিরাজ |
ডাকনাম | সিরাজ |
কর্মপরিধি
- বোঝেনা সে বোঝেনা (২০১৫)
- মায়ের চোখ (২০১০)
- জমিদার (২০১০)
- আমার স্বপ্ন আমার সংসার (২০১০)
- এক জবান (২০১০)
- অভিশপ্ত রাত (২০০৯)
- ঠেকাও আন্দোলন (২০০৯)
- কাজের মানুষ (২০০৯)
- বাবার জন্য যুদ্ধ (২০০৮)
- সন্তান আমার অহংকার (২০০৮)
- তোমাকেই খুজছি (২০০৮)
- নিষিদ্ধ প্রেম (২০০৭)
- শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার (২০০৬)
- পিতার আসন (২০০৬)
- কোটি টাকার কাবিন (২০০৬)
- জবাব দে (২০০৬)
- সন্ত্রাসী মুন্না (২০০৫)
- সিটি টেরর (২০০৫)
- ভণ্ড নেতা (২০০৪)
- টপ সম্রাট (২০০৩)
- মেজর সাহেব (২০০২)
- লণ্ড ভণ্ড (২০০০)
- গুন্ডা নাম্বার ওয়ান (২০০০)
- মনে পড়ে তোমাকে (২০০০)
- ঝড় (২০০০)
- কষ্ট (২০০০)
- বাঘের থাবা (১৯৯৯)
- ভয়ংকর বিষু (১৯৯৯)
- কদম আলী মাস্তান (১৯৯৯)
- খবর আছে (১৯৯৯)
- লাল বাদশা (১৯৯৯)
- কে আমার বাবা (১৯৯৯)
- লাঠি (১৯৯৯)
- মগের মুল্লুক (১৯৯৯)
- অনন্ত ভালবাসা (১৯৯৯)
- মরণ কামড় (১৯৯৯)
- এতিম রাজা (১৯৯৮)
- রঙ্গীন নয়নমনি (১৯৯৮)
- শান্ত কেন মাস্তান (১৯৯৮)
- মহান বন্ধু (১৯৯৭)
- নারী আন্দোলন (১৯৯৬)
- শয়তান মানুষ (১৯৯৬)
- বাঘিনী কন্যা (১৯৯৬)
- রুটি (১৯৯৬)
- আজকের সন্ত্রাসী (১৯৯৬)
- বশিরা (১৯৯৬)
- দূর্জয় (১৯৯৬)
- এই ঘর এই সংসার (১৯৯৬)
- দুশমনি (১৯৯৫)
- হুলিয়া (১৯৯৫)
- পাপী শত্রু (১৯৯৫)
- বাবার আদেশ (১৯৯৫)
- ডন (১৯৯৪)
- প্রেমযুদ্ধ (১৯৯৪)
- ঘৃণা (১৯৯৪)
- ত্যাগ (১৯৯৩)
- চাকর (১৯৯২)