খুরশীদ আলম একজন সঙ্গীতশিল্পী। তিনি সুরকার আজাদ রহমানের তত্ত্বাবধানে ক্লাসিক্যাল সঙ্গীত শিখেন। আজাদ রহমানের সুরে ‘আগন্তুক’ চলচ্চিত্রের “তোমার দু হাত ছুঁয়ে শপথ নিলাম” গান দিয়ে তার প্লেব্যাকে অভিষেক হয়। এরপর তিনি ‘দোস্ত দুশমন’, ‘জোকার’, ‘মধুমালতী’, ‘সাক্ষী’, ‘এক মুঠো ভাত’, ‘জিঘাংসা’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘এক মুঠো ভাত’, ‘লালু ভুলু’ সহ প্রায় সাড়ে তিনশ চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন।
তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হল “নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে”, “পাখির বাসার মত দুটি চোখ”, “তোর রূপের গরব করিস না”, “নাচোগো অঞ্জনা নাচো কোমড় দুলাইয়া”, “এ আকাশকে সাক্ষী রেখে”, “ছবি যেন শুধু ছবি নয়”, “চুমকি চলেছে একা পথে”, “মা আমার সাধ না মিটিল” প্রভৃতি।
তার জন্ম ১৯৪৬ সালে জয়পুরহাট জেলায়। তিনি জগন্নাথ কলেজ থেকে বিএ (অনার্স) সম্পন্ন করেন।