সুচরিতা

সুচরিতা শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে আসেন। তার আসল নাম বেবী হেলেন। শিশু শিল্পী হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘বাবলু’। প্রধান নায়িকা হিসেবে প্রথম চলচ্চিত্র ‘স্বীকৃতি’। এরপর তিনি ‘ডাকু মনসুর’, ‘আপনজন’, ‘মাস্তান’, তাল বেতাল’, ‘সমাধি’, ‘জানোয়ার’, ‘আলোর পথে’, ‘রঙ বেরং’, ‘স্মাগলার’, ‘গরমিল’, ‘মাটির মায়া’, ‘যাদুর বাঁশি’, ‘আসামী’, ‘মহেশ খালীর বাঁকে’, ‘কার পাপে’, ‘তুফান’, ‘নদের চাঁদ’, ‘ঘর সংসার’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘রূপের রানী চোরের রাজা’, ‘দি ফাদার’, ‘নাগরদোলা’, ‘কথা দিলাম’, ‘ছক্কা পাঞ্জা’, ‘লাল সবুজের পালা’, ‘সোনার তরী’, ‘কুদরত’, ‘বাঁধনহারা’, ‘ওস্তাদ সাগরেদ’, ‘দেনা পাওনা’, ‘কলমীলতা’, ‘জীবন নৌকা’, ‘মেঘ বিজলী বাদল’, ‘ফেরারী বসন্ত’, ‘আঁখি মিলন’, ‘মায়ের আঁচল’, ‘হাসনা হেনা’ প্রভৃতি।

তার স্বামী প্রযোজক ও প্রদর্শক কে এম আর মঞ্জুর। অভিনেত্রী বেবী রিটা তার বোন।

 

উল্লেখযোগ্য চলচ্চিত্র

ব্যক্তিগত তথ্যাবলি

কর্মপরিধি

পুরষ্কার

পুরষ্কার বছর ফলাফল বিভাগ/গ্রহীতা চলচ্চিত্র
জয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী হাঙর নদী গ্রেনেড