শাহাদাৎ হোসেন লিটন

শাহাদাৎ হোসেন লিটন একজন পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র আত্মপ্রকাশ করেন। তিনি পরিচালক আউয়াল চৌধুরীর সহযোগী হিসেবে ‘জনম জনম’ এবং রানা নাসেরের প্রধান সহকারী হিসেবে ‘অন্যায় অত্যাচার’ ছবিতে কাজ করেছেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রবি মাস্তান’। এরপর তিনি ‘কাবিননামা’, ‘বলো না কবুল’, ‘জীবন মরণের সাথী’, ‘আদরের জামাই’, ও ‘অহংকার’ প্রভৃতি চলচ্চিত্র নির্মাণ করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম শাহাদাৎ হোসেন লিটন
জন্ম তারিখ জানুয়ারি ৫, ১৯৬৯
জন্মস্থান ডেমরা, ঢাকা

কর্মপরিধি