আন্না

স্বামী হারা সুন্দরী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন আন্না (Anna)। তারপর থেকে সাফল্যের সাথে অভিনয় করে যাচ্ছেন তিনি। সাধারণত পার্শ্বনায়িকা চরিত্রে অভিনয় করেন আন্না।

আন্না পড়াশোনা করছেন বিবিএ বিষয়ে। ঢাকা কেন্দ্রিয় কলেজের ছাত্রী তিনি।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম সাঈদা আশরাফ
ডাকনাম আন্না
জন্ম তারিখ এপ্রিল ১৯, ১৯৮৯
জন্মস্থান বয়রা, খুলনা। পৈতৃকবাড়ি কাঠহুগলী, নড়িয়া, শরীয়তপুর।

কর্মপরিধি