কাজী হারুন

‘বেদের মেয়ে জোছনা’ চলচ্চিত্রের রূপসজ্জাকর হিসেবে কাজ করে প্রশংসিত হন কাজী হারুন। ১৯৭৯ সালে তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত হৃদয় থেকে হৃদয় ছবির জন্য সেরা মেকআপ আর্টিস্ট হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া তিনি ‘অন্য জীবন’, ‘শঙ্খমালা’, ‘বাঁশীওয়ালা’, ‘আব্দুল্লাহ’, ‘গোলাপি এখন ঢাকায়’, ‘জীবন সংসার’ প্রভৃতি চলচ্চিত্রের রূপসজ্জার দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে মস্তিষ্কের রক্তক্ষরণ (ব্রেন স্টোক) হয়। এতে তার শরীরের ডানপাশ পুরোটা অকেজো হয়ে যায়। অসুস্থ হওয়ার কারণে সে আর কাজ করতে পারছিল না । ২০১৯ সালের ১৪ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য অনুদান হিসেবে তাকে পাঁচ লাখ টাকা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ১২ জুন ভোর পাঁচটায় রাজধানী ঢাকার শনির আখড়ার বাসায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম কাজী হারুন
মৃত্যু তারিখ জুন ১২, ২০২৪