অরুণ রায়

অরুণ রায় একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রগ্রাহক। তিনি ‘বধূ বিদায়’, ‘জনি’ ও ‘ভাইজান’ ছবির চিত্রগ্রহণের জন্য এই পুরস্কার পান। এছাড়া তিনি জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ ও ‘এ স্টেট ইজ বর্ন’ প্রামাণ্যচিত্রের চিত্রগ্রহণ করেন। এছাড়া তার উল্লেখযোগ্য কাজ হল ‘নাচের পুতুল’, ‘ধীরে বহে মেঘনা’, ‘সারেন্ডার’, ‘সংসারের সুখ দুঃখ’ প্রভৃতি।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম অরুণ রায়