মুস্তাফা মেহমুদ

মুস্তাফা মেহমুদ একজন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক। তিনি ১৯৬৬ সালে জহির রায়হানের ‘বেহুলা’  ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। একক পরিচালনায় তার প্রথম ছবি ‘মোমের আলো’। তার পরিচালিত অন্যান্য ছবিগুলো হল ‘মায়ার সংসার’, ‘আদর্শ ছাপাখানা’, ‘নতুন প্রভাত’, ‘মানুষের মন’, ‘অবাক পৃথিবী’, ‘জয় পরাজয়’, ‘মধুমিতা’, ‘মাটির মানুষ’, ও ‘মণিহার’।

মেহমুদের জন্ম ১৯৩৬ সালের ১৬ জানুয়ারি মিরসরাইয়ের মিঠানালায়ে। তার সহধর্মিণী ফিরোজা মেহমুদ। তাদের দুই সন্তান। তিনি ২০১০ সালের ২১ জানুয়ারি ইন্তেকাল করেন।

 

ব্যক্তিগত তথ্যাবলি

পুরো নাম মুস্তাফা মেহমুদ
জন্ম তারিখ জানুয়ারি ১৬, ১৯৩৬
মৃত্যু তারিখ জানুয়ারি ২১, ২০১০
জন্মস্থান মিঠানালয়, মিরসরাই, চট্টগ্রাম।