কাহিনী সংক্ষেপ
২৬ বছরের যুবক অনিল বাগচী ছোটবেলা থেকেই ভীতু স্বভাবের। অনিল কাজ করে ঢাকায় একটি ইন্সুরেন্স কোম্পানিতে, থাকে মেসে। অনিলের স্কুলশিক্ষক বাবা ও একমাত্র বড়বোন অতসী থাকে রুপেশ্বর গ্রামে। ১৯৭১ সালের মাঝামাঝি সময়। একদিন খুব ভোরে অনিল একটা চিঠি পায়। রুপেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক চিঠিতে জানান যে অনিলের বাবাকে মিলিটারিরা মেরে ফেলেছে। বোন অতসী আছে হেডমাস্টারের বাসায়। অনিল অফিস থেকে ছুটি নিয়ে বাসে করে রওয়ানা দেয় রুপেশ্বর গ্রামের দিকে।
চরম