নব্বইয়ের দশকের শুরু থেকে ভিলেন চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন ডন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’, তবে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘লাভ’। এরপর তিনি ‘অবুঝ দুটি মন’, ‘দেমাগ’, ‘আইনের হাত’, ‘তুমি আমার’, ‘হৃদয় থেকে হৃদয়’, ‘তোমাকে চাই’, ‘রাজা বাংলাদেশী’, ‘আশা ভালবাসা’, ‘জীবন সংসার’, ‘বুকের ভিতর আগুন’, ‘জবাবদিহি’, ‘প্রিয় শত্রু’, ‘কাজের মেয়ে’, ‘দিল তো পাগল’, ‘বস্তির মেয়ে’, ‘স্বপ্নের বাসর’ প্রভৃতি চলচ্চিত্রে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন।
ডনের জন্ম ১৯৭১ সালের ৭ আগস্ট বগুড়া জেলার কাটনা পাড়াতে। তার আসল নাম মোঃ আশরাফুল হক।