চলচ্চিত্রে অশ্লীলতার যুগ শুরু হলে নায়িকাদের পাশাপাশি যে সকল নায়কের নাম উচ্চারিত হয়েছে তাদের মধ্যে শাহীন আলম অন্যতম। চলচ্চিতে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ইতিবাচক অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করলেও অশ্লীলতার স্রোতে গা ভাসানো থেকে নিজেকে দূরে রাখতে পারেন নি। ফলে অশ্লীলতা বিরোধী অভিযানের ফলে অন্যান্যদের মত শাহীন আলমও চলচ্চিত্র থেকে ছিটকে পড়েন। Continue reading
News Category:
মোঃ ইব্রাহিম
মোঃ ইব্রাহিম একজন সঙ্গীতজ্ঞ। তিনি ‘জীবন সংসার’ ছবির “কি আছে জীবনে আমার” গান লিখেছেন, সুর করেছেন এবং গানে কণ্ঠ দিয়েছেন।
সফিকুল ইসলাম ভৈরবী
সফিকুল ইসলাম ভৈরবী সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। পরবর্তী তিনি চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন।
হারুন
হারুন ‘কার বউ’, ‘বেহুলা’, ‘দর্প চূর্ণ’ ছবিতে অভিনয় করেছেন।
আলাউদ্দিন আলাল
আলাউদ্দিন আলাল একজন চলচ্চিত্র সম্পাদক। তিনি চিত্রসম্পাদক ফজলে হকের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। তিনি ‘বাংলার নায়ক’ ছবিতে আমিনুল ইসলাম মিন্টুর প্রধান সহকারী হিসেবে কাজ করেন। তার সম্পাদিত প্রথম চলচ্চিত্র ‘হত্যা’। এরপর তিনি ‘বালিকা হলো বধূ’, ‘জীবন সংসার’, ‘মধু পূর্ণিমা’, ‘ময়দান’, ‘ময়না মতির সংসার’ চলচ্চিত্র সম্পাদনা করেছেন।
আলালের জন্ম ১৯৬৩ সালের ৫ জুন খুলনা শহরে।
সাইদুর রহমান মানিক
প্রযোজক পরিচালক সাইদুর রহমান মানিক ১৯৮৪ সালে পরান পাখি চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজনা ও পরিচালনা শুরু করেন। তিনি পেশায় একজন আইনজীবি এবং বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের সদস্য। তার প্রযোজনা সংস্থার নাম বিশাল কর্পোরেশন।
এম আর মামুন
এম আর মামুন ‘মানিক রতন দুই ভাই’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন।
এস ডি বাবুল
এস ডি বাবুল একজন চিত্রগ্রাহক। তিনি চিত্রগ্রাহক হারুন-আল-রশিদ ও মোজাফ্ফর হোসেনের সহকারী হিসেবে চলচ্চিত্রে আগমন করেন। প্রধান চিত্রগ্রাহক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘হত্যা’। এরপর তিনি ‘নাজায়েজ’, ‘কঠিন শাস্তি’, ‘ঠাণ্ডা মাথার খুনী’, ‘ভাড়াটে খুনী’, ‘প্রেমিকা ছিনতাই’, ‘খুনী বউ’, ‘বউয়ের জ্বালা’, ‘আজকের সমাজ’, ‘স্বপ্নের বিদেশ’, ‘নীতিবান পুলিশ অফিসার’, ‘ওরা নিষিদ্ধ’ প্রভৃতি চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন।
বাবুলের জন্ম ১৯৬৩ সালের ৯ মার্চ নোয়াখালীর বেগমগঞ্জের রতিরামপুর গ্রামে। তার আসল নাম শামসুদ্দোহা বাবুল।