মুসকান সুমিকা

মুসকান সুমিকা একজন কস্টিউম ডিজাইনার। তিনি ‘পদ্ম পাতার জল’ ছবির পোশাক পরিকল্পনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

রাজু আহমেদ

রাজু আহমেদ ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রের প্রযোজক।

তন্ময় তানসেন

তন্ময় তানসেনের প্রথম পরিচয় তিনি বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড ভাইকিংস এর ভোকাল। নিজস্ব সুর আর গায়কীর কারণে ভাইকিংস দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছিল। পরবর্তীতে ব্যান্ডের কার্যক্রম স্তিমিত হয়ে আসলে তন্ময় তানসেন নির্মানে মনযোগ দেন। ছোটপর্দায় নির্মানে হাত পাকিয়ে তিনি চলচ্চিত্র নির্মান শুরু করেন। পদ্ম পাতার জল তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। Continue reading

ইমরান মাহমুদুল

ইমরান একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও মডেল। তিনি চ্যানেল আই সেরা কণ্ঠ দিয়ে গানের ভুবনে পরিচিতি অর্জন করেন।