আব্দুল লতিফ

আব্দুল গাফফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের প্রথম সুরকার।

শাকিবা

শাকিবার প্রথম অভিনীত ছবি ভন্ড নেতা।

শাকিবার জন্ম মানিকগঞ্জে। তার পুরো নাম সাকিবা বিনতে আলী। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিষয়ে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন।

জয় চৌধুরী

এক জবান চলচ্চিত্রের মাধ্যমে ২০১১ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে জয় চৌধুরীর (Joy Chowdhury)। অবশ্য এক জবান চলচ্চিত্রে তার নাম ছিল জয় খান।

জয় পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)তে।

জয় চৌধুরীর ফেসবুক প্রোফাইল: Joy Chowdhury

কিশোর দাস

কিশোর দাস একজন সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক। তিনি ‘নিঃস্বার্থ ভালবাসা’, ‘দেশা দ্য লিডার’ ও ‘অবতার’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন।