সায়মন তারিক

পরিচালক সায়মনের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘এ চোখে শুধু তুমি’। এটি ২০০৮ সালে মুক্তি পায়। এরপর তিনি ‘মাটির পরী’, ‘গুন্ডামী’, ‘ক্রাইম রোড’ ছবি নির্মাণ করেছেন। এর আগে তিনি ‘বিদ্রোহী কন্যা’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

বরকত আলী সামাদ

বরকত আলী সামাদ একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি সামাদ কথাচিত্রের কর্ণধার। তার প্রযোজিত ছবিগুলো হল ‘শান্ত কেন অশান্ত’ ও ‘বধূবরণ’।

হুমায়ুন কবীর

হুমায়ুন কবীর একজন চলচ্চিত্র সম্পাদক। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘যুদ্ধ ঘোষণা’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘ঠাণ্ডা মাথার খুনী’, ‘ওরা নিষিদ্ধ’, ‘মেয়ে অপহরণ’, ‘দুর্ধর্ষ দুর্জয়’, ‘ছোট বোন’, ‘তোমাকে বউ বানাবো’, ও ‘টাকাই যত গণ্ডগোল’। এর পূর্বে তিনি ‘আমার অন্তরে তুমি’ ছবিতে প্রধান সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন।

সিদ্দিক জামাল নান্টু

সিদ্দিক জামাল নান্টু, যিনি নান্টু রাজ নামেও পরিচিত, একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক ও লেখক। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। এরপর তিনি ‘সারেন্ডার’, ‘বিদায়’, ‘বিক্ষোভ’, ‘সুখের ঘরে দুখের আগুন’, ‘লুটতরাজ’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘লাল বাদশা’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তার প্রযোজনা প্রতিষ্ঠান নান্টু মুভিজ। তার প্রযোজিত চলচ্চিত্র ‘সারেন্ডার’, ‘বিজয়’, ‘বিদায়’, ‘রক্ত নিশান’, ‘ভাংচুর’, ‘গোলাগুলী’, ‘রাজার ভাই বাদশা’, চিটার নাম্বার ওয়ান’, ‘ইজ্জতের লড়াই’, ‘ভালবাসার যুদ্ধ’। তার পরিচালিত চলচ্চিত্র ‘রক্ত নিশান’, ‘গোলাগুলী’, ‘ভাংচুর’, ‘রাজার ভাই বাদশা’, ‘ভালবাসার যুদ্ধ’।

নান্টুর জন্ম ১৯৫২ সালের ১ জানুয়ারি সরিষাবাড়িতে। তার পৈতৃকবাড়ি চুয়াডাঙ্গায়। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ২০০৮ সালের ১ মার্চ মৃত্যুবরণ করেন।

জুয়েল মাহমুদ

জুয়েল মাহমুদ একজন গীতিকার। তিনি ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘তুমি আমার মনের মানুষ’, ‘এক মন এক প্রাণ’, ‘জোনাকির আলো’, ‘মহুয়া সুন্দরী’, ‘আমি তোমার হতে চাই’ ও ‘গলুই’ চলচ্চিত্রের গানের কথা লিখেছেন।

রেজওয়ান আহমেদ রিজু

রেজওয়ান আহমেদ রিজু একজন শিল্প নির্দেশক। তার উল্লেখযোগ্য কাজ হল ‘মেহের নেগার’, ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’।