স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বরেণ্য সুরকার সুজেয় শ্যাম । তিনি ‘হাসন রাজা’, ‘জয়যাত্রা’, ‘অবুঝ বউ’ ও ‘যৈবতী কন্যার মন’ চলচ্চিত্রের জন্য তিনি চারবার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। তার সুরকৃত উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘রক্ত দিয়ে নাম লিখেছি, ‘রক্ত চাই রক্ত চাই, ‘আহা ধন্য আমার জন্মভূমি, ‘আয় রে চাষি মজুর কুলি, ‘মুক্তির একই পথ সংগ্রাম, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি।
সুজেয় শ্যাম ১৭ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।