আজাদ রহমান

আজাদ রহমান একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী। তিনি দী থেকে বেগম, এপার ওপার, পাগলা রাজা, অনন্ত প্রেম, আমার সংসার, মায়ার সংসার, দস্যু বনহুর, ডুমুরের ফুল, মাসুদ রানা, রাতের পর দিনসহ প্রায় সাড়ে তিনশো ছবির সংগীত পরিচালনা করেছেন। তিনি ‘যাদুর বাঁশি’ ছবিতে তার কাজের জন্য সেরা সুরকার এবং ‘চাঁদাবাজ’ ছবিতে তার কাজের জন্য সেরা সঙ্গীত পরিচালক ও সেরা সঙ্গীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

রহমান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৬৩ সালে কলকাতার ‘মিস প্রিয়ংবদা’ ছবি দিয়ে। বাংলাদেশের ছবিতে প্রথম সঙ্গীত পরিচালনা করেন বাবুল চৌধুরীর ‘আগন্তুক’ ছবিতে। এই ছবিতে খুরশিদ আলমকে ‘বন্দী পাখির মতো মনটা কেঁদে মরে’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে। স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্রে মাসুদ পারভেজ সোহেল রানার হাত ধরে ‘মাসুদ রানা’ ছবিতে প্রথম সঙ্গীত পরিচালনা করেন। এরপর মাসুদ পারভেজের ‘এপার ওপার’ ছবিতে সঙ্গীত পরিচালনার পাশাপাশি ‘ভালবাসার মূল্য কত’ গানটিতে কণ্ঠ দিয়ে শ্রোতাদের নিকট জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তী কালে সোহেল রানার ‘দস্যু বনহুর’ ও ‘গুনাহগার’ ছবি দুটোর সঙ্গীত পরিচালনার পাশাপাশি ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’, ‘লোকে আমায় কয় গুনাহগার’ গানগুলোতেও কণ্ঠ দিয়েছিলেন— এ গানগুলোও শ্রোতাপ্রিয়তা পেয়েছিলেন।

১৯৪৪ সালের ১ জানুয়ারি আজাদ রহমানের জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। দেশভাগের পর পুরো পরিবার চলে আসেন ঢাকায়। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে খেয়ালের উপর স্নাতক সম্পন্ন করেন। তিনি ২০২০ সালের ১৬ মে মৃত্যুবরণ করেন।

ফেরদৌসী রহমান

ফেরদৌসী রহমান একজন বিখ্যাত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক। তিনি পল্লীগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক এবং প্লে ব্যাক সব ধরনের গানেই কণ্ঠ দিয়েছেন।

ফেরদৌসীর গানে হাতেখড়ি হয় তার পিতার কাছে। পরবর্তীতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান-দের মত বিখ্যাত সঙ্গীতজ্ঞের কাছে গানের তালিম নিয়েছেন

তিনি ১৯৬০’র দশকে অসংখ্য পাকিস্তানি উর্দু চলচ্চিত্রে এবং বাংলা চলচ্চিত্রে নেপথ্য শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন। তিনি ১৯৬০ সালে ‘আসিয়া’ চলচ্চিত্রে প্রথম নেপথ্য শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন। এরপর তিনি ‘এ দেশ তোমার আমার’, ‘রাজধানীর বুকে’, ‘সুতরাং’, ‘নীল আকাশের নীচে’, ‘অবুঝ মন’, ‘মানুষের মন’-সহ অসংখ্য ছবির গানে কণ্ঠ দিয়েছেন। ১৯৭৬ সালে মুক্তিযুদ্ধভিত্তিক ‘মেঘের অনেক রং’ ছবির সঙ্গীত পরিচালনায় জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

ফেরদৌসীর জন্ম ১৯৪১ সালের ২৮ জুন। তার বিবাহপূর্ব নাম ছিল ফেরদৌসী বেগম। তিনি লোকসঙ্গীত সম্রাট আব্বাসউদ্দীন আহমদের মেয়ে এবং মুস্তাফা জামান আব্বাসীর বোন। তিনি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। সঙ্গীত ভুবনে অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে একুশে পদক এবং ১৯৯৫ সালে স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করে। এছাড়াও তার অর্জিত উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে লাহোর চলচ্চিত্র সাংবাদিক পুরস্কার (১৯৬৩), প্রেসিডেন্ট প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কার (১৯৬৫), টেলিভিশন পুরস্কার (১৯৭৫), নাসিরউদ্দিন গোল্ড মেডেল পুরস্কার, মাহবুবুল্লাহ গোল্ড মেডেল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুরস্কার। ২০১৩ সালে তিনি আরটিভি স্টার অ্যাওয়ার্ডস আয়োজন হতে পরম্পরা পরিবার পদক লাভ করেন।