নারগিস আক্তার একজন প্রমীলা চলচ্চিত্রকার। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মেঘলা আকাশ’। তার অন্যান্য চলচ্চিত্র হল ‘চার সতীনের ঘর’, ‘মেঘের কোলে রোদ’, ‘অবুঝ বউ’, ‘পুত্র এখন পয়সাওয়ালা’, ‘পৌষ মাসের পীরিত’, ও ‘যৈবতী কন্যার মন’।
News Category:
নাদিম মাহমুদ
নাদিম মাহমুদ একজন চলচ্চিত্র পরিচালক ও লেখক।
প্রিয়াংকা
বাংলাদেশী চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে নায়িকা হয়েছেন এমন ব্যক্তি হাতে গোনা। প্রিয়াংকা (Priyanka) তাদের মধ্যে অন্যতম। শিবলী সাদিক পরিচালিত ত্যাগ ছবিতে প্রিয়াংকা অভিনয় করেছিলেন। তখন তার নাম ছিল পপি। কিন্তু পরবর্তীতে পপি নামে একজন নায়িকার আবির্ভাবের পর তিনি প্রিয়াংকা নামে নায়িকা হিসেবে অভিনয় করেন অবুঝ বউ চলচ্চিত্রে। Continue reading
মাহমুদ হোসেন মুরাদ
প্রয়াত পরিচালক মোতালেব হোসেনের পুত্র। বর্তমানে মেরিনা মুভিজের সাথে জড়িত। তার পরিচালিত চলচ্চিত্র ‘মনের মধ্যে লেখা’।
পিনা
বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতা ২০১১ -র সেরা দশে স্থান পাওয়া পিনা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন দাগ এই বুকের ভেতর চলচ্চিত্রের মাধ্যমে।
পিনা বড় হয়েছেন রাজশাহীতে।
জানভী
ছোটপর্দায় শুরু করে জানে না এ মন চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় আগমন জানভীর (Jaanvi)। তাজু কামরুল পরিচালিত দুটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন জানভী। এগুলো হল ‘তুমি আমি সে’ এবং ‘না বলা ভালোবাসা’। দুটি টেলিফিল্মেই বড় পর্দার নায়ক আমিন খান অভিনয় করেছিলেন এবং দুটিই এসএ টিভিতে প্রচারিত হয়েছিল।
মিডিয়ায় আগমনের পূর্বে জানভী বিমানবালা পেশায় নিয়োজিত ছিলেন। চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যেই জানভী নাচ এবং ফাইটিং এ প্রশিক্ষণ গ্রহন করে নিজেকে প্রস্তুত করছেন।
জানভীর পিতা সিরাজুল হক, মা তাসলিমা বেগম। ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহন করা জানভী পড়াশোনা করেছেন মতিঝিল আইডিয়াল স্কুল, মতিঝিল আইডিয়াল কলেজ এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ার সময়ই জানভী ইউনাইটেড এয়ারলাইন্সে চাকরি নেন একজন এয়ার হোস্টেজ হিসেবে এবং যাত্রীদের প্রশংসা তাকে চিত্রনায়িকা হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে।
জানভীর ফেসবুক প্রোফাইল: Jaanvi Chowdhury