শাহনূর

জিদ্দি সন্তান ছবির মাধ্যমে ২০০০ সালে চলচ্চিত্রে আগমন ঘটে শাহনূরের। এর আগে ১৯৯৫ সালে তিনি টেলিভিশন ফটোসুন্দরী নির্বাচিত হয়েছিলেন।

কারিশমা

কারিশমা শেখ চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘সবাইতো সুখী হতে চায়’ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আগমন করেন। তার অভিনীত অন্যান্য ছবি হল ‘রাঙ্গা বাইদানী’, ‘ভাল হতে চাই’, ‘নতুন সাত ভাই চম্পা’ প্রভৃতি। তিনি কারিশমা কথাচিত্রের ব্যানারে  ‘রাঙ্গা বাইদানী’ ছবিটি প্রযোজনাও করেন।

জাহাঙ্গীর সিকদার

জাহাঙ্গীর সিকদার একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি ‘নতুন সাত ভাই চম্পা’ ও ‘সোনার চর’ ছবি প্রযোজনা করেছেন।

মারিয়া চৌধুরী

কাজী হায়াৎ এর হাত ধরে ‘ইভটিজিং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মারিয়া চৌধুরীর (Maria Chowdhury)। হোসনে আরা চরিত্রে তার অভিনয় দর্শকের দৃষ্টি কেড়ে নিয়েছে।

মারিয়ার বাবা মজিদুল হক চৌধুরী একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, মা সারমিন চৌধুরী একজন গৃহিনী। দুই ভাই-বোনের মাঝে ছোট মারিয়া চৌধুরী এখন পড়ছেন শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজে।

মারিয়ার ফেসবুক প্রোফাইল: Maria Chowdhury

 

কবিতা

‘পয়সা’ চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্রাঙ্গনে আসেন কবিতা। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল চোরের বউ, ঘর ভাঙ্গা সংসার, মালামতি, অর্জন, দিলরুবা, বাপ বেটা ৪২০, বাদশা ভাই, লাওয়ারিশ, আয়না বিবির পালা, অগ্নিতুফান, বীরপুরুষ, শঙ্খমালা ইত্যাদি।

কবিতার জন্ম বিক্রমপুরে। তার আসল নাম মুনিয়া রহমান।